ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গীতা জয়ন্তী বা গীতা মহোৎসব হল ভগবদ্গীতাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান, যা হিন্দু পঞ্জিকার মাগশীর্ষ (বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ) মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিনে উদযাপিত হয়। ইতিহাসের এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভগবদ্গীতা জ্ঞান প্রদান করেছিলেন। এই মহান দিনটিকে স্মরণ করতে এই উৎসবটি উদযাপন করা হয়।
ধুমধাম করে গীতা জয়ন্তী পালিত হল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ঢোলাহাট থানা এলাকার মন্মথপুরে। প্রনবানন্দজী মহারাজের ১২৯ তম আবির্ভাব দিবসে স্বামী প্রনবানন্দ বিদ্যামন্দিরের ১২৯ জন ছাত্র -ছাত্রী একসঙ্গে তুলসী মাতার পুজো ও গীতার পুজো করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের ডোকরা সাখার অধ্যক্ষ স্বামী সুরেশানন্দজী মহারাজ, বদ্রীনাথ শাখার স্বামী সংহিতানন্দজী মহারাজ সহ এলাকার বহু মানুষ। এছাড়া প্রনবচক্র, গীতা প্রচার মন্ডলীর পক্ষ থেকে শ্রীশ্রী গীতার তৃতীয়, একাদশ ও সপ্তদশ অধ্যায় পাঠ এবং গীতা আরতি গান পরিবেশিত হয়।
আরও পড়ুন: https://tribetv.in/shilabati-river-crossing-risky-as-no-bridge-is-there/
শুধু তাই নয়, সন্ধ্যায় ১২৯ জন মায়েরা গীতার আরতি করেন। সর্ব সাধারণের মধ্যে গীতার মহতি ভাবনার বিস্তার করার জন্য এই প্রয়াস বলে সন্ন্যাসীরা জানান। সকাল থেকে সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় এই নিয়ে ব্যাপক সাড়া পড়ে। সঙ্ঘের আদর্শে গড়ে ওঠা মন্মথপুর প্রনব মন্দিরের পরিকল্পনায় মন্মথপুর হিন্দু মিলন মন্দিরের সযোগিতায় এই অনুষ্ঠান সুসম্পন্ন হয়।