ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড খাস কলকাতায়। আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু। শুক্রবার সকালে রিজেন্ট পার্ক থানা এলাকায় আবর্জনার স্তূপে কাটা মুন্ডু দেখতে পায় স্থানীয়রা। ঘটনাকে ঘিরে শোরগোল এলাকায়।
তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই মুন্ডুটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন এই নৃশংসতা? দেহটি কার? বাকি দেহাংশও কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে স্নিফার ডগ নিয়ে তদন্ত।
আরও পড়ুন: https://tribetv.in/in-59-days-the-verdict-of-farakka-minor-crime-case-trial-was-passed/
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের ঘটনা। কোথা থেকে এই ভ্যাটে কাটা মাথা এলে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার সকালে একটি বহুতলের পিছনে থাকা ভ্যাটে ওই কাটা মুণ্ড দেখতে পান এলাকার বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, ঘটনাস্থলে রয়েছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা।
আরও পড়ুন: https://tribetv.in/no-sale-potato-seeds-brought-from-punjab/
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা প্যাকেটে মোড়া ছিল ওই কাটা মাথা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জনবহুল একটি জায়গা হওয়া সত্ত্বেও কে বা কারা ওই কাটা মাথা ফেলে গেল, তা বুঝে উঠতে পারছে না পুলিশ। আশপাশে থাকা সব সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।