ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন ছবির ঘোষণা নেই। বিয়ের পর ক্যাটরিনা কইফকে (Katrina Kaif) আর সেভাবে দেখাই যাচ্ছে না। তবে কি বিয়ের পর তিনি অভিনয় ভুলে গেলেন? নাকি অভিনয় থেকে একটা লম্বা বিরতি নিলেন? অনেকে এও বলছেন, ক্যাটরিনাকে আর অভিনয়ে দেখা যাবে না। তিনি পুরোপুরি সংসারী হয়ে গেলেন। ২০২৪ এর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল তাঁর ‘মেরি ক্রিসমাস’ ছবি। তারপর থেকে এখনও পর্যন্ত কোনও নতুন ছবির ঘোষণাই করলেন না।
পরিবারকে সময় দিচ্ছেন ক্যাটরিনা (Katrina Kaif)
যেখানে বলিউডে (Bollywood) চেনা তারকা থেকে শুরু করে অচেনা মুখের ভিড়। সবাই একের পর এক কাজ নিয়ে ব্যস্ত। তখন ক্যাটরিনার (Katrina Kaif) মতো অভিনেত্রী হঠাৎ করে আড়ালে চলে গেলেন কেন? তাকে মাঝেমধ্যেই স্বামী ভিকির সঙ্গে এক ফ্রেমে দেখা যায়। কিন্তু ক্যাটরিনা নতুন ছবিতে কাজ করবেন, কি করবেন না, সেই নিয়ে এখন কোনও খবরই শোনা যাচ্ছে না। বলি ইন্ডাস্ট্রির একাংশের দাবি, ক্যাটরিনা বিয়ের পর পরিবারকে সময় দিচ্ছেন। এমনকি এও শোনা যায় গিয়েছে, তিনি নাকি অন্তঃসত্ত্বা। তাই বিরতি নিয়েছেন। তবে যতদূর জানা যাচ্ছে, তিনি বিরতি নিয়েছেন এটা ঠিক। এখন সময় দিচ্ছেন নিজের প্রসাধনী ব্যবসাতে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন অভিনেত্রী।
চিত্রনাট্য বাছতে সময় নিচ্ছেন (Katrina Kaif)
হাতে ছবির অফার আসা মানেই ছবিতে হ্যাঁ বলতে হবে, সেই প্রজেক্টেই কাজ করতে হবে। এমন কোনও বাধ্যবাধকতা নেই। বড় বড় তারকাদের এক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করতে হয়। ছবির চিত্রনাট্য বাছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভিনেত্রী ক্যাটরিনা (Katrina Kaif) এখন চিত্রনাট্য বাছতে একটু সময় নিচ্ছেন। বড় পর্দায় উপস্থিতির কোনও রকম লক্ষ্যমাত্রাকে নিজের সামনে রাখেননি। খুব ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে এগোতে চাইছেন।
আরও পড়ুন: Allu Arjun: গ্রেফতার অভিনেতা আল্লু অর্জুন, পদপিষ্ট হয়ে মৃত্যু মামলায় গ্রেফতার দক্ষিণী সুপারস্টার
বড়পর্দায় আবার কবে দেখা যাবে?
এর আগে একবার শোনা গিয়েছিল, ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জারা’ ছবিতে তাঁকে দেখা যাবে। সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, আর আলিয়া ভট্ট। কিন্তু সেই ছবি নিয়েও সংশয় তৈরি হয়েছে। এখনও কোনও তথ্য প্রকাশে আসেনি। তাই ক্যাটরিনাকে আবার পুনরায় বড় পর্দায় কবে দর্শক দেখতে পাবেন, সেটাই বড় প্রশ্নের।
আরও পড়ুন: Jeet: জিতের লাকি সংখ্যা ১২, এই ম্যাজিকেই এত উন্নতি! আসল ব্যাপারটা কী?
বিয়ের পর নতুন রূপে কামব্যাক
প্রসঙ্গত ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ক্যাটরিনা কইফ আর ভিকি কৌশল। গত সোমবারই ছিল তাঁদের তৃতীয় বিবাহ বার্ষিকী। দু’জনে এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। যে বছর বিয়ে হয়, সে বছরই মুক্তি পেয়েছিল ক্যাটরিনার ‘সূর্যবংশী’ ছবি। পরবর্তী তিন বছরে একটি করে ছবি মুক্তি পায়। কবে তাঁকে আবার বড় পর্দায় দেখা যাবে সেটা তো সময় বলবে। তবে এত সহজে অভিনেত্রী যে অভিনয় জগত থেকে সরে যাবেন, এটা ভাবা একেবারেই ভুল। এটা ঠিক, তিনি লম্বা বিরতি নিয়েছেন কিংবা ছবির জন্য ভাবনা চিন্তা করছেন নিজেকে নতুন রূপে প্রস্তুত করছেন। পর্দায় হয়তো নতুন ভাবে কামব্যাক করবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, অভিনয় দুনিয়ার মাটি ছাড়বেন না।