ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার শীতের ভোরে দৌড়বে গোটা শহর। এবছর নবম বর্ষে পা দেওয়া টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা (Tata Steel World 25K Kolkata) ম্যারাথনে অংশ নেবেন রাজ্য তথা দেশ বিদেশের ২০ হাজারেরও বেশি প্রতিযোগী। এই ম্যারাথনে অংশ নিতে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন দেশ বিদেশের আন্তর্জাতিক পর্যায়ে সফল রানাররা। বিশ্বের অন্যতম সেরা এই ম্যারাথনে সকলেরই লক্ষ্য পদক জয়।
এবছরই বিশ্ব ম্যারাথনে সোনার তকমা পেয়েছে 25K কলকাতা ম্যারাথন (Tata Steel World 25K Kolkata)। তাই এবারের ম্যারাথন একটু স্পেশাল। ম্যারাথনকে ঘিরে ইতিমধ্যেই শহরের উত্তাপ এবং উন্মাদনা বাড়ছে। ম্যারাথনের ওয়ার্ল্ড আয়ম্বাসাডর হিসাবে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার তথা আরসেনালের তারকা ফুটবলার সোল ক্যম্পবেল। আন্তর্জাতিক এলিট গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন কেনিয়ার রানার ড্যানিয়েল ইবেনিও, ইথিওপিয়ান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে কিবিডে এবারও দৌড়বেন কলকাতার (kolkata marathon) রাজপথে।
আরও পড়ুন: D Gukesh: দুনিয়ার সর্বকনিষ্ঠ দাবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের গুকেশ
আরও পড়ুন: Vinod Kambli: শারীরিক সমস্যার কথা প্রথমবার প্রকাশ্যে বললেন বিনোদ কাম্বলি, শচীনকে জানালেন কৃতজ্ঞতা
তবে এবছর অবশ্যই নজর থাকবে সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সের ম্যারাথনে ব্রোঞ্জ জয়ী কেনিয়ার রানার বেনসন কিপ্রুতোর দিকে। প্রথমবার কলকাতায় এসে শহরবাসীর মন জিততে চান বলেই জানিয়ে দিলেন অলিম্পিক মেডেলিস্ট। অপরদিকে ইবেনিও, কিবিডেরাও নিজেদের খেতাব ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।সেই সঙ্গে আগামী বছরের টোকিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও এখান থেকেই শুরু করে দিতে চান সকলে।
ভারতীয়দের এলিট গ্রুপে এবারেও কলকাতা ম্যারাথনে (kolkata marathon) দৌড়বে পুরুষদের ক্যাটাগরিতে গতবারের চ্যাম্পিয়ন সাওয়ন বারওয়াল, গুলভীর সিং, অভিষেক পাল, মহিলাদের এলিট গ্রুপে এবারেও নজর থাকবে ২০২২ সালের চ্যাম্পিয়ন সঞ্জিবনী যাদব। তবে এবারের ম্যারাথনে সকলের নজর কাড়তে প্রস্তুত হুগলি জেলার ত্রিবেনীর মেয়ে লিলি দাস। জুনিয়র ন্যাশনালে জোড়া সোনা এবং সাব গেমসে ৮০০ মিটারে ব্রোঞ্জ জয়ী লিলির এটাই প্রথম রোড রেস। সঞ্জিবনীর মতো সিনিয়র রানার প্রতিপক্ষ হলেও নিজের শহরেই কেরিয়ারের প্রথম ম্যারাথনে পদক জয়কেই পাখির চোখ করছেন লিলি।
আরও পড়ুন: India vs Australia: ব্রিসবেনে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দলে ফিরলেন জশ হ্যাজলউড
অপরদিকে ২ বছর আগের পারফর্মেন্সকে ছাপিয়ে এবারও পদক জয় নিয়ে আশাবাদী সঞ্জিবনী। পুরুষদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন সাওয়নও স্বীকার করে নিচ্ছেন এবারের প্রতিযোগিতা বেশি কঠিন। তবে নিজের অতীত রেকর্ড ভেঙে আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি সেরে রাখতে চান বলেই জানালেন ভারতীয় সেনাবাহিনীর এই সদস্য।
সবমিলিয়ে রবিবারের ভোরে ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার ফুটবলার সোল ক্যাম্পবেলের উপস্থিতিতে দেশ বিদেশের নামি অ্যাথলিট সহ ২০ হাজারেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা ম্যারাথন (Tata Steel World 25K Kolkata) যে উৎসবের চেহারা নিতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।