ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপ্রিম-নির্দেশের পরেই চার্জশিট গঠনের তোড়জোড়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (WB Recruitment scam) ইডির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের তোড়জোড় শুরু হতে চলেছে। প্রায় প্রতি দিনই বিচার প্রক্রিয়া চলতে পারে বলে আদালত সূত্রের খবর। সোমবার মৌখিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত দিয়েছে নিম্ন আদালত।
পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুজয়কৃষ্ণ ভদ্র সহ অভিযুক্তদের বিরুদ্ধে নিয়োগকাণ্ডে ইডির মামলায় নিম্ন আদালতে চার্জ গঠনের তোড়জোড় শুরু। সোমবার মৌখিক ভাবে বিচার ভবনের বিচারক ইডিকে আগামী বুধবারের মধ্যে সাক্ষীদের তালিকা তৈরি করার নির্দেশ দেন বলে আদালত সূত্রের খবর। এর পাশাপাশি তদন্তকারী সংস্থাকে (WB Recruitment scam) ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ নম্বর অতিরিক্ত সাপ্লিমেন্টারি চার্জশিটে যাঁরা অভিযুক্ত হিসাবে পরে যুক্ত হয়েছেন, তাঁদেরও নোটিশ এবং নথি দিতে বলা হয়েছে তেমনটাই আদালত সূত্রের খবর।
আরও পড়ুন: TMC News: সমবায় নির্বাচনেও সবুজ ঝড়, ছয়ে-৬ তৃণমূল
প্রসঙ্গত, গত শুক্রবার ইডির (ED) মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানায়, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন (WB Recruitment scam) করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। সুপ্রিম-নির্দেশের পরেই নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করার তোড়জোড় শুরু হতে চলেছে।