দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না! জেলমুক্তি হল না ‘কালীঘাটের কাকুর’! সম্প্রতি ইডির (ED) মামলায় জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। এরপর থেকেই তাঁকে হেফাজতে নেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছিল সিবিআই (CBI)। অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল এই কেন্দ্রীয় এজেন্সি।
‘আসরে’ সিবিআই (Sujay Krishna Bhadra)
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই, দুই কেন্দ্রীয় এজেন্সিই তদন্ত চালাচ্ছে। প্রাথমিকের নিয়োগ মামলায় ইডির (ED)হাতেই প্রথম গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra)। সেই মামলায় সম্প্রতি জামিন পান তিনি। এরপর ‘আসরে’ নামে সিবিআই (CBI)।
আগাম জামিনের আর্জি খারিজ (Sujay Krishna Bhadra)
‘কাকু’কে হেফাজতে নিতে মরিয়া হয়ে ওঠে এই কেন্দ্রীয় এজেন্সি। ফের গ্রেফতার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। তবে সম্প্রতি সেই আর্জি খারিজ করে দেয় উচ্চ আদালত। এরপরেই সামনে এল, সিবিআইয়ের হাতে গ্রেফতারির খবর।
আরও পড়ুন: Bangladesh News: ‘কলকাতা দখল পাগলের প্রলাপ’, রাজভবনে গিয়ে দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার
সুজয়কে শ্যোন অ্যারেস্ট সিবিআইয়ের
নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সুজয়ের গ্রেফতারি নিয়ে কম নাটক হয়নি। কোর্টে হাজির কারনোর জন্য পরোয়ানা জারি করা হয়। তবে এরপরও সুজয় আদালতে হাজিরা দেননি। কালীঘাটের কাকুর বক্তব্য ছিল, তিনি শারীরিক ভাবে অসুস্থ। সেই কারণে হাজিরা দিতে পারছেন না। শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি সংশোধনাগারে থাকাকালীনই গ্রেফতার দেখালো সিবিআই। শ্যোন অ্যারেস্ট করা তাঁকে। গ্রেফতারের পর জামিনের আবেদন সুজয়ের আইনজীবীর। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের।
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ হিসেবে প্রথম তাঁর নাম সামনে আসে। নিয়োগ গত বছরের ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে নানা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়ে কাটিয়েছেন তিনি। দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। তাঁর ফোন থেকে পাওয়া অডিও ক্লিপ পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে বহু টানাপোড়েনের পর তাঁর কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। অন্যদিকে পরপর ৫ বার আদালতে সিবিআইয়ের জেরা এড়ানোয় সুজয়কৃষ্ণকে মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। তবে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন তিনি।
এদিকে, গত কয়েকদিন ধরে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল সিবিআই। আদালতে আবেদনও করেছিল কেন্দ্রীয় এজেন্সি। নিয়ম অনুযায়ী, হেফাজতে পেতে গেলে অভিযুক্তকে সশরীরে হাজিরা দিতে হয়। কিন্তু পরপর তিনবার অসুস্থ বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। অবশেষ আজ গ্রেফতার করা হল তাঁকে।