ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার অর্থ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আজ, মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু হল। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিলেন মুখ্যমন্ত্রী। এর পর ধাপে ধাপে অর্থ পাবেন আবাস যোজনার আওতায় বাড়ির মালিকরা।
এই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। প্রথম কিস্তিতে দেওয়া হল ৬০ হাজার টাকা। পরের কিস্তিতে ৪০ হাজার টাকা। শেষ কিস্তিতে ২০ হাজার টাকা। সবমিলিয়ে প্রতি পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। পুরো অর্থ দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন:https://tribetv.in/sujaykrishna-bhadra-arrested-by-cbi/
রাজ্যের ১২ লক্ষ পরিবার তথা প্রায় ৫০ লক্ষ মানুষ মাথার উপর পাকা ছাদ পাবেন এই প্রকল্পের সৌজন্যে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাকি যে ১৬ লক্ষের বাড়ি বাকি রইল, সেটাও ২০২৬ সালের আগে আমরা দু’দফায় করে দেব। আগামী বছরের মে-জুন মাসে প্রথম ৮ লক্ষ এবং ডিসেম্বরে বাকি ৮ লক্ষকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য।
মোদী সরকারকে নিশানা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি। বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন।” এদিন নবান্ন সভাঘরে প্রতীকী হিসেবে ৪২ জন সুবিধাভোগীর হাতে চেক ও স্মারকপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে জানান, “রাজ্য কথা দিলে কথা রাখে।”