ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুরু গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2025)। রাত পোহালেই পূণ্যাস্নান। রাজকীয় স্নান সারতে ঢল নামবে পূণ্যার্থীদের। রবিবার থেকেই দেশের দ্বিতীয় বৃহত্তম এই মেলায় যোগ দিতে ভিড় করেছেন দূরদুরান্ত থেকে আগত ভক্তরা। মেলা সুষ্ঠভাবে মেটাতে রবিবার থেকেই রাজ্যের একাধিক মন্ত্রী পরিস্থিতি সরোজমিনে দেখতে উপস্থিত রয়েছেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলা আয়োজনের সিংহভাগ দায়িত্ব থাকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের হাতে। রবিবারই গঙ্গাসাগর পৌঁছে গিয়েছেন মন্ত্রী পুলক রায়। তাঁর সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষেরাও পৌঁছে গিয়েছেন সাগরে।
আরও পড়ুন: https://tribetv.in/mamonis-son-admitted-to-medinipur-medical-college/
পূণ্যস্নানে (Gangasagar Mela 2025) নজরদারি রাখতে সাগরে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দমকলমন্ত্রী সুজিত বসু, সেচমন্ত্রী মানস ভুঁইয়া, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় । পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সোমবার বিকেল ৫ টা পর্যন্ত ৫৫ লক্ষ মানুষ এসেছেন সাগরে স্নানে (Gangasagar Mela 2025)। আগামীকাল ও পরশু আরও জনজোয়ার হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রীরা।
এক নজরে গঙ্গাসাগরের প্রস্তুতি-
স্নান: ১৪ তারিখ ৬.৫৮ থেকে ১৫ তারিখ ৬.৫৮
ই-পরিচয়:
ই-অনুসন্ধান:
ব্যবস্থা রয়েছে পানীয় জল, শৌচালয়, এটিএম, বাস, লঞ্চ, পার্কিংয়ের। সম্পর্কিত তথ্য বন্ধন:- বুথ ১৩(৪ লক্ষ নিয়েছে)।
৫ লক্ষ টাকা দুর্ঘটনার জীবনবীমা। গাড়ির গতিবেগ ৪০ কিঃমিঃ/ ঘণ্টা প্রতি। বাসে সাগর বন্ধু।
হাওড়া, শিয়ালদহ, নামখানা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে (Gangasagar Mela 2025)।
আরও পড়ুন: https://tribetv.in/maha-kumbh-2025-pilgrims-visits-prayagraj-uttarpradesh/
২০১১ সালে বিদুৎ ২ মেগাওয়াট বর্তমানে ৪৭ মেগাওয়াট। মুড়ি গঙ্গায় ২৪ লাইট ৯ হাইরেঞ্জ লাইট।১২ মোবাইল ভ্যান। ৪৬ পকেটমার, ৪০ উদ্ধার। ৪২ গ্ৰেফতার। নিখোঁজ ১৫৩। খোঁজ ১০৩। মৃত্যু ৩ জন।
উত্তর প্রদেশের ৫ জনকে কলকাতায় চিকিৎসার জন্য আনা হয়েছে (Gangasagar Mela 2025)।