ট্রাইব টিভি ডিজিটালঃ হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতি মোহনলাল (BJP President Mohanlal Badoli) বড়োলির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠলো। তারই সঙ্গে নির্যাতিতার তরফে সঙ্গীতশিল্পী রকি মিত্তলের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা অভিযোগ করেছেন যে, হিমাচল প্রদেশের একটি হোটেলে তাকে ডেকে নিয়ে গিয়ে এই কাণ্ড ঘটানো হয়।
বেড়াতে গিয়েই ধর্ষণের শিকার (BJP President Mohanlal Badoli)
পুলিশের তরফে জানা গিয়েছে নির্যাতিতা হরিয়ানাতে বেড়াতে গিয়েছিলেন। নির্যাতিতা আসলে নয়াদিল্লির বাসিন্দা। দেড় বছর ধরে ওই তরুণীকে চাকরি দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপরই হোটেলে ডেকে তাকে ধর্ষণ করা হয় তাকে। নির্যাতিতার দাবি এই ঘটনায় সরাসরি রকি ও মোহনলালই (BJP President Mohanlal Badoli) একমাত্র দায়ী। এছাড়াও তরুণীকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দায়ের করা হয়েছে অভিযোগ (BJP President Mohanlal Badoli)
ইতিমধ্যেই, সোলানের কসৌলি থানায় দুইজন অভিযুক্তের নামেই অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। তরুণীর অভিযোগ, হরিয়ানাতে বেড়াতে গিয়েছিলেন নির্যাতিতা। তার সঙ্গে ছিলেন তারই অফিসের একজন সিনিয়র ও তারই এক বান্ধবী। প্রথমে তাকে ও তার বান্ধবীকে কসৌলির একটি হোটেলে আসতে বলা হয়। তারা কিন্তু প্রথমে আসতে চাননি। পরবর্তীকালে সঙ্গীতশিল্পী রকি মিত্তল তাকে অভিনয়ের জগতে নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এছাড়াও, হরিয়ানা রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি মোহনলাল বড়োলি (BJP President Mohanlal Badoli) সেই তরুণীদেরকে চাকরি দেবার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: আরাবুল ও তাঁর পুত্রের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, থানায় নালিশ অন্য তৃণমূল নেতার
ধর্ষণের পর তোলা হয় নগ্ন ছবি
তারপর কৌসলীর এক হোটেলে তারা এলে তাদেরকে জোর করে মদ্যপান করানো হয়। এর ফলে অচৈতন্য হয়ে পরে তারা। এই সুযোগেই তাদেরকে বারবার ধর্ষণ করা হয়। নগ্ন অবস্থায় তাদের ভিডিও এবং ছবিও নাকি তোলা হয়েছে বলে জানান নির্যাতিতা। ২০২৩ সালের ৩ জুলাই এই ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি। এই তারিখ উল্লেখ করেই অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
তদন্তে নেমেছে পুলিশ
এই বিষয়ে সোলানের পুলিশ সুপার স্পষ্টতই জানিয়েছেন যে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ পুলিশ নেবে এবং অপরাধী যাতে শাস্তি পায় সেক্ষেত্রে গভীর তদন্ত শুরু হয়ে গেছে। বিজেপি নেতা মোহনলাল এবং গায়ক রকির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি (গণধর্ষণ) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: Malda News: মালদহে ফের শ্যুটআউট, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ১
অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
প্রসঙ্গত, হরিয়ানার রাজনৈতিক মহলে বেশ জনপ্রিয় মোহনলাল। বর্তমানে তার বয়স ৬০-এর ঘর পেরিয়েছে। গত লোকসভা নির্বাচনে লড়লেও জয়লাভ করতে পারেননি তিনি। পরবর্তীকালে মুরথাল থেকে জেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে এইসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এই ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।