Amherst Street Case: থানার মধ্যেই পিটিয়ে হত্যা! আমহার্স্ট স্ট্রিটকাণ্ডের জল গড়াল হাইকোর্টে

পরিবারের দাবি, এই মৃত্যুর পিছনে পুলিশের হাত আছে। তাঁদের আরও দাবি,  এই ঘটনার CBI তদন্ত এবং কোনও বেসরকারি হাসপাতাল বা কমান্ড হাসপাতালে যেন ময়নাতদন্ত করা হয়।...

Amherst Street Case:  থানার  মধ্যেই পিটিয়ে হত্যা! আমহার্স্ট স্ট্রিটকাণ্ডের জল গড়াল হাইকোর্টে
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: চোরাই মোবাইল কেনার অপরাধ। থানার মধ্যেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কলেজ স্ট্রিটের আমহার্স্ট স্ট্রিট থানার ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনার জল এবার গড়াল Calcutta High Court পর্যন্ত। হাইকোর্টের দ্বারস্থ মৃত ব্যক্তির পরিবার। পরিবারের দাবি, এই মৃত্যুর পিছনে পুলিশের হাত আছে। তাঁদের আরও দাবি,  এই ঘটনার CBI তদন্ত এবং কোনও বেসরকারি হাসপাতাল বা কমান্ড হাসপাতালে যেন ময়নাতদন্ত করা হয়। এই বিষয়টি জানিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিসন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে পরিবার। পরিবারের দাবি, যুবকের ময়নাতদন্ত এইমসে করার অনুমতি দিক আদালত। সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও করা হোক। ১২ টার মধ্যে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই এই মামলার শুনানির সম্ভাবনা। 

অন্যদিক, আমহার্স্ট স্ট্রিট থানার মধ্যেই এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে গতকাল রাত থেকে উত্তাল রাজ্য রাজনীতি। মর্মান্তিক এই ঘটনায় উত্তর কলকাতার BJP সভাপতি তমোঘ্ন ঘোষের বক্তব্য, 'বৃহস্পতিবার দুপুর ১টার সময় মহামান্য হাইকোর্ট শুনানির জন্য সময় দিয়েছেন। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। রাজ্য সরকারের কোনও হাসপাতালে ময়নাতদন্ত হোক এটা আমরা চাই না। রাজ্য সরকারের হাসপাতাল ব্যতীত যে কোনও হাসপাতালে ময়নাতদন্ত যাতে হয় সেইটাই আমরা বলছি। পরিবার যাতে নায্য বিচার পায়।'  

এছাড়াও বিজেপি নেতার আরও দাবি,  'পুলিশের বিবৃতিতে সময় মেনশন, বিজেপি নেতাকে ফোন অশোকের - হতে পারে কেউ যদি কোন রকম অভিযোগ পায় সাধারণত তারা এলাকার নেতাদেরই ফোন করে বলে দেন একটু পুলিশের খবর দিয়ে দিতে। তবে থানায় আসা মানে মৃত্যু হবে এটা তো কাম্য নয়। তবে পুলিশের কাছে যদি অসুস্থ হয়ে পড়ার কোনও ফুটেজ থাকে সেটা দিয়ে দিলেই তো মিটে যায়।' 

 যদি সিসিটিভি ফুটেজে ন্যাচারাল ডেথ বেরোয় তাহলে কি পরবর্তী স্টেপ নেবেন? 'তাহলে সেটাকে ন্যাচারাল ডেথ বলে আমরা ধরে নেব। কিন্তু ফুটেছে যদি দেখা যায়, অস্বাভাবিকতা আছে তাহলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত কখনোই যাদের বিরুদ্ধে অভিযোগ তারা করতে পারেন না। সেটা নিরপেক্ষ কোনও সংস্থা দিয়ে করা দরকার।' 

হাইকোর্টে AIMS এর কথা বলা হয়েছে - 'রাজ্য সরকারের হাসপাতাল ব্যতীত যেকোনও হাসপাতাল চাই আমরা।'