Visakhapatnam Train Fire: ফের রেল দুর্ঘটনা, বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা কোরবা এক্সপ্রেসে আগুন আতঙ্ক

আগুন লাগে পরপর বি৬, বি৭, এম১ কামরায়। দাউদাউ করে আগুন বের হতে দেখা যায় ট্রেনের কামরা থেকে। নিমেষেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। জানুন বিস্তারিত...

Visakhapatnam Train Fire:   ফের রেল দুর্ঘটনা, বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা  কোরবা এক্সপ্রেসে আগুন আতঙ্ক
দাউদাউ করে জ্বলছে করবা এক্সপ্রেস (ছবি সৌজন্যে- এক্স হ্যান্ডেল)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের ট্রেন দুর্ঘটনা (Rail Accident)। এ বার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম (Bishakhapattanam Station) স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার খবর সামনে এলো। দাউ দাউ করে জ্বলছে ট্রেনের তিনটি কামরা। কী ভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এক্সপ্রেসের কামরা খালি করে দেওয়ার কাজ শুরু করেন রেলকর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। 

সূত্রের খবর, রবিবার সকালে করবা এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছনোর পরই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন স্টেশনে থামার পর যাত্রীরা একে একে নামছিলেন। সে সময়ই আচমকা একটি বাতানুকূল কামরায় আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের কামরাগুলিতেও। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর।

আরও পড়ুন: https://tribetv.in/Due-to-heavy-rain-flood-situations-is-occurred-some-areas-of-south-Bengal-people-facing-trouble

রেল সূত্রে খবর, আগুন লাগে পরপর বি৬, বি৭, এম১ কামরায়। দাউদাউ করে আগুন বের হতে দেখা যায় ট্রেনের কামরা থেকে। নিমেষেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। আতঙ্ক ছড়ায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। 

https://x.com/SmritiSharma_/status/1819980535105516017

জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ করবা এক্সপ্রেস নামের ঐ ট্রেনটির বিশাখাপত্তনম থেকে তিরুপতি যাওয়ার কথা ছিল। তবে অগ্নিকাণ্ডের জেরে আপাতত এই ট্রেনটি বাতিল করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। যদিও কী করে ট্রেনের বাতানুকূল কামরায় আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।