Mahua Moitra Controversy: মহুয়া মৈত্রকে বহিস্কারেই সুপারিশ এথিক্স কমিটির, প্রথমবার মুখ খুললেন অভিষেক

এথিক্স কমিটির গোপন রিপোর্ট ফাঁস হওয়া নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। বিস্তারিত পড়ুন...

Mahua Moitra Controversy:  মহুয়া মৈত্রকে বহিস্কারেই সুপারিশ এথিক্স কমিটির, প্রথমবার মুখ খুললেন অভিষেক
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: এথিক্স কমিটির গোপন রিপোর্ট ফাঁস হওয়া নিয়ে চাপে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁকে ফের তলব করেছে এথিক্স কমিটি সেই সঙ্গে কৃষ্ণনগরের সাংসদের (TMC MP) বিরুদ্ধে উঠেছে CBI তদন্তের নির্দেশ। এসবের মধ্যে এবার সরাসরি তৃণমূল (TMC) সাংসদের পাশে এসে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার CGO Complex থেকে বেরিয়ে মহুয়া সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে, এথিক্স কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠে অভিযোগ নিয়ে এতটা তৎপরতা দেখায় না এথিক্স কমিটি, যতটা মহুয়াকে নিয়ে তারা তৎপর। তিনি বলেন, ''বিজেপির (BJP) এমন অনেক সাংসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেগুলির শুনানি হয় না এথিক্স কমিটিতে। আর কেউ সরকারের বিরুদ্ধে লড়তে চাইলে, আদানিদের (Adani) নিয়ে প্রশ্ন তুললে, তাঁকে কীভাবে সাংসদ পদ থেকে সরানো যায়, সেই চেষ্টা করা হয়।'' অভিষেক আরও বলেন, ''মহুয়া মৈত্র যথেষ্ট যোগ্য। উনি নিজের লড়াই নিজেই লড়তে পারবেন।'' 

এদিকে এথিক্স কমিটির গোপন রিপোর্ট ফাঁস হওয়া নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবারই চিঠি দিয়ে অভিযোগ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে। সেই সঙ্গে আদানি বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন করে তদন্ত না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্পিকারের কাছে অভিযোগ করেছেন এই বড় কর্পোরেট হাউস এর বিরুদ্ধে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় তাকে টার্গেট করা হচ্ছে। গত ২ নভেম্বর এথিক্স কমিটির বৈঠকে এথিক্স কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন মহুয়া। অভিযোগ করেছিলেন তাকে ব্যক্তিগত প্রশ্ন যেভাবে করা হয়েছে তা বস্ত্রহরণের সমান। এথিক্স কমিটির চেয়ারম্যানের অভিযোগ ছিল মহুয়া মৈত্র (Mahua Moitra)কোনও প্রশ্নের উত্তর না দিয়ে খারাপ ব্যবহার করেছেন। খারাপ ভাষায় আক্রমণ করেছেন।

প্রসঙ্গত, ঘুষ-প্রশ্নকান্ডে BJP সাংসদ নিশিকান্ত দুবের করা অভিযোগের ভিত্তিতে বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর, মহুয়াকে নিয়ে ইতিমধ্যেই খসড়া রিপোর্টও তৈরি করে ফেলেছে লোকসভার এথিক্স কমিটি। তবে বিতর্কের শুরু থেকেই কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে কার্যত চুপ ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনকী কংগ্রেস তথা বিরোধী দলগুলি পাশে দাঁড়ালেও তৃণমূল সুপ্রিমো বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একটি শব্দও খরচ করতে শোনা যায়নি এ বিষয়ে। অবশেষে মহুয়া-বিতর্কে এদিন মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।