তৃণমূল ৫০ হাজার ভোটে জিতলে রাজনীতি ছেঁড়ে দেব: অধীর চৌধুরী

কংগ্রেস প্রার্থীর হয়ে সাগরদিঘিতে সভা করেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন কংগ্রেস নিয়ে ফিরহাদের হুঁশিয়ারির পাল্টা তোপ শোনা গেল অধীর চৌধুরীর গলায়

তৃণমূল ৫০ হাজার ভোটে জিতলে রাজনীতি ছেঁড়ে দেব: অধীর চৌধুরী

ট্রাইব টিভি ডিজিটাল: শিয়রে নির্বাচন। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপ নির্বাচন। তার আগে চলছে শেষ মুহুর্তের প্রচার। ময়দানে নিজেদের মাটি শক্ত করতে পিছিয়ে নেই কোনও দলই।  

শনিবার সাগরদিঘিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন তৃণমূলের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। অন্যদিকে, একইদিনে কংগ্রেস প্রার্থীর হয়ে সাগরদিঘিতে সভা করেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন কংগ্রেস নিয়ে ফিরহাদের হুঁশিয়ারির পাল্টা তোপ শোনা গেল অধীর চৌধুরীর গলায়। উপনির্বাচনে তৃণমূল ৫০ হাজার ভোটে জিতবে এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ''তৃণমূল ৫০ হাজার ভোটে জিতলে আগামী বিধানসভায়  রাজনীতি করবেন না।'' 'এখন আর অধীরদার কিছু নেই' এই প্রশ্নে অধীরবাবু মেজাজ হারান। তিনি বলেন, ''মুখ্যমন্ত্রীর বাড়ির থালাবাসন মেজে বড় হওয়া নেতাদের কথার জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।''  সবমিলিয়ে শাসক ও বিরোধী দলের প্রচারে রীতিমতো জমজমাট সাগরদিঘি। রবিবার সাগরদিঘিতে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি আরও বলেন, ''বর্তমানে বাংলা ধর্ষণ, চুরি, লুঠেরাদের বাংলা হয়ে উঠেছে। কোনও আইন-শৃঙ্খলা নেই।” আসন্ন ভোটে সন্ত্রাস করাতে তৃণমূল নেতারা সাগরদিঘিতে আসছেন বলেও অভিযোগ তোলেন বহরমপুরের সাংসদ। এই বিষয়ে তিনি বলেন, ''এর আগে জেলায় ভোট লুঠ হয়েছে। পুরভোটের সময় বহরমপুর পুরসভাও লুঠ হয়েছে।'' দলের নির্দেশেই ভোট-লুঠ, সন্ত্রাস চলছে বলেও দাবি জানান অধীর চৌধুরী।