Bangladesh News: আরও কাছাকাছি বাংলাদেশ-ভারত, পুজোর আগেই চালু হবে নতুন রেলপথ

আগরতলা-ঢাকা-কলকাতা রুটের রেলে যাত্রী পরিবহন শুরু হলে অন্তত ১০ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন যাত্রীরা।

Bangladesh News: আরও কাছাকাছি বাংলাদেশ-ভারত, পুজোর আগেই চালু হবে নতুন রেলপথ


ট্রাইব টিভি ডিজিটাল: ভারত-বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধির আরও একটি দরজা খুলছে আগামী সেপ্টেম্বর মাসেই। দ্রুত গতিতে এগোচ্ছে আগরতলা-আখাউড়া রেলপথ নির্মাণের কাজ। আগামী জুন মাসে আগরতলা-আখাউড়া রেলপথের নির্মাণকাজ শেষ হবে। এরপর ট্রায়াল শেষে সেপ্টেম্বর মাসেই আগরতলা-আখাউড়া রুটের এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার বাংলাদেশের রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনসহ রেলের ঊধ্বর্তন আধিকারিকরা আগরতলা-আখাউড়া রেলপথ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। জানা গিয়েছে, দুই দেশের মধ্যে যোগাযোগকারী এই রেলপথ নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া করছে ‘টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা। ভারতের সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যের অন্যতম প্রবেশদ্বার ত্রিপুরা রাজ্যের আগরতলা ভায়া বাংলাদেশের আখাউড়া। সড়কপথে পণ্য পরিবহনে খরচ অনেক বেশি। সময়ও বেশি লাগে। কিন্তু রেলে পণ্য পরিবহনে দুটোই সাশ্রয়ী। এতে ভারত-বাংলাদেশের মানুষই সুবিধা পাবেন বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী।  

অপরদিকে, আগরতলা-ঢাকা-কলকাতা রুটের রেলে যাত্রী পরিবহন শুরু হলে অন্তত ১০ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন যাত্রীরা। বর্তমানে এই রুটের যাত্রীদের আগরতালা থেকে কলকাতা যেতে সময় লাগে ৩১ ঘণ্টা। তবে ত্রিপুরার  আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা। অর্থাৎ আগরতলা-ঢাকা দুই ঘণ্টা আর ঢাকা-কলকাতা চার ঘণ্টায় সফর করা যাবে।