দখলদারি নিয়ে গুলিযুদ্ধ, রোহিঙ্গা শিবিরে খুন ৫

মর্মান্তিক এই ঘটনায় খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে ওই রোহিঙ্গা শিবিরে। এই নিয়ে গত দু'মাসে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

দখলদারি নিয়ে গুলিযুদ্ধ, রোহিঙ্গা শিবিরে খুন ৫
ফাইল চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: সরকারের হস্তক্ষেপের পরও কিছুতেই মিটছে না সমস্যা!  দখলদারি নিয়ে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ফের গুলিযুদ্ধ। ঘটনায় নিহত ৫। সন্ত্রাসী আরসা ও আরএসও নামে দুটি বিবাদমান গোষ্ঠীর নাম উঠে এসেছে এই ঘটনায়। কক্সবাজারের উখিয়ায় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট বাসিন্দা আনোয়ার হোসেন, মোহাম্মদ হামিম, ক্যাম্প-১৩ এর নুরুল আমিন ও ক্যাম্প-১০ এর নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়ে কিছু দিন ধরে ওই দুই দলের মধ্যে বিবাদ চলছিল বলে খবর। শুক্রবার ভোরে ফের ওই দুই দলের মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়। 

জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনায় খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে ওই রোহিঙ্গা শিবিরে। সূত্রের খবর, এই নিয়ে গত দু'মাসে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একইভাবে গোলাগুলিতে শতাধিক রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটেছে। তবে ক্যাম্পের একটি মাদ্রাসায় নির্বিচারে গুলি চালিয়ে একসঙ্গে ছয় জন নিহতের পর, একসঙ্গে একজন বা দু'জনের বেশি খুন হওয়ার ঘটনার খবর ছিল না। শুক্রবার ভোরে ফের একসঙ্গে ৫ জনের খুনের ঘটনা ঘটল। 

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে রোহিঙ্গা শিবিরে দুই দল রোহিঙ্গা নিজেদের মধ্যে গোলাগুলি শুরু করে। এরপর গুলিযুদ্ধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ গিয়ে তিন জনের দেহ উদ্ধার করে। ঘটনায় জখম আরও ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে । রোহিঙ্গা শিবিরে লাগাতার এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে পুলিশি অভিযান।