পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি, মাঝরাতে রাজধানীতে মর্মান্তিক পরিণতি Amazon ম্যানেজারের

উত্তর পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার Joy Tirkey সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আততায়ীদের ছোঁড়া গুলিটি হরপ্রীতের ডান কানের পাশ দিয়ে মাথায় গিয়ে আঘাত করে।

পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি,  মাঝরাতে রাজধানীতে মর্মান্তিক পরিণতি Amazon ম্যানেজারের
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: রাজধানীর রাস্তায় মধ্যরাতে শ্যুটআউটের বলি। দুস্কৃতীদের হামলায় প্রাণ গেল ই-কমার্স সাইট Amazon-এর ম্যানেজার। নিহত ওই ম্যানেজারের নাম হরপ্রীত গিল। মঙ্গলবার রাতে কাকার বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় জনা পাঁচেক দুস্কৃতী হরপ্রীতকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মৃত হরপ্রীতের কাকা। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির Bhajanpura-র সুভাষ বিহার এলাকায়। সেই সময় ওই রাস্তা দিয়ে বাইকে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন হরপ্রীত ও তার কাকা। ঘটনার প্রত্যক্ষদর্শী হরপ্রীতের কাকা পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে হঠাৎই মাঝরাস্তায় ৫ দুস্কৃতী তাঁদের পথ আটকায়। চলন্ত বাইকের মধ্যেই হরপ্রীতকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে আততায়ীরা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে হরপ্রীত। এরপর দ্রুত তাকে উদ্ধার করে Jag Pravesh Chandra Hospital নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। 

এই বিষয়ে উত্তর পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার Joy Tirkey সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আততায়ীদের ছোঁড়া গুলিটি হরপ্রীতের ডান কানের পাশ দিয়ে মাথায় গিয়ে আঘাত করে। ঘটনায় জখম হয়েছে তাঁর কাকাও। বর্তমানে সে Lok Nayak Jai Prakash Hospital-এ চিকিৎসাধীন। এদিকে গোটা ঘটনায় এখনও পর্যন্ত ফেরার ৫ অভিযুক্তই। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে Delhi Police।