Asian Games 2023: শুটিংয়ে অর্জুনদের লক্ষ্যভেদ, এশিয়াডে ষষ্ঠ সোনা ভারতের

সোনা জিতল শিব নারওয়াল, অর্জুন সিং চিমা ও সরবজিৎ সিং-রা। টানটান ম্যাচে ভারতীয় শুটাররা ১৭৩৪ পয়েন্ট তোলেন। চিনা দল তোলে ১৭৩৩ পয়েন্ট। বিস্তারিত জানুন...

Asian Games 2023: শুটিংয়ে অর্জুনদের লক্ষ্যভেদ, এশিয়াডে ষষ্ঠ সোনা ভারতের
শ্যুটিংয়ে সোনাজয়ী শ্যুটারদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর (ছবি সৌজন্যে-টুইটার)

ট্রাইব টিভি ডিজিটাল: বুধবারের পর বৃহস্পতিবারও এশিয়াডে দাপট বজায় রাখল শ্যুটিং (Shooting)। শ্যুটিংয়ে ফের লক্ষ্যভেদ। এশিয়াডে ষষ্ঠ সোনা জয় ভারতের। চলতি এশিয়ান গেমসে শ্যুটিং ইভেন্টে সবমিলিয়ে তৃতীয় সোনা জিতল ভারত। বৃহস্পতিবার ১০ মিটার এয়ার রাইফেলসের পুরুষদের দলগত ইভেন্টে সোনা জয় ভারতের। ভারতের ঝুলিতে ষষ্ঠ সোনা।

আরও পড়ুন: https://www.tribetv.in/India-wins-fifth-gold-on-asian-games-2023

সোনা জিতল শিব নারওয়াল, অর্জুন সিং চিমা ও সরবজিৎ সিং-রা। টানটান ম্যাচে ভারতীয় শুটাররা ১৭৩৪ পয়েন্ট তোলেন। চিনা দল তোলে ১৭৩৩ পয়েন্ট। চলতি ইভেন্টে এটাই শুটিংয়ে ভারতের তৃতীয় সোনা। শুধু তাই নয়, এশিয়াডের পঞ্চম দিনে আরও একটি পদক এসেছে উশু থেকে। উশুতে মহিলাদের ৫০ কেজি বিভাগে ভারতের রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন। এর পাশাপাশি ব্যাডমিন্টন থেকেও সুখবর পেয়েছে ভারতীয় দল। ব্যাডমিন্টনে ভারতের মহিলা দল উঠে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। সব মিলিয়ে চলতি এশিয়াডে একের পর এক বিভাগে দারুন সাফল্য লাভ করছেন ভারতীয় ক্রীড়া প্রতিযোগিরা। 

সূত্রের খবর, চলতি এশিয়াডে (Asian Games) এখনও পর্যন্ত শুটিংয়েই সবচেয়ে বেশি সাফল্য এসেছে ভারতের। ইতিমধ্যেই মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সেরার শিরোপা পেয়েছেন ভারতের সিফ্ট কৌর সামরা। বুধবারই ৫০ মিটার রাইফেল ৩ পজিশন টিম ইভেন্টে রুপো জিতে নেন সিফ্ট কৌর সামরা এবং তাঁর সঙ্গী অশি চোকসি, মানিনি কৌশিক। তার খানিক পরে একই বিভাগের ব্যক্তিগত ইভেন্টে নেমে সিফ্ট সোনা জেতেন।