অ্যান্টি র‍্যাগিং কমিটি নিয়ে যাদবপুরে জোড়া বৈঠক, গরহাজির অন্তর্বর্তী উপাচার্য

স্টেক হোল্ডারদের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক শেষ হয় দুপুর দেড়টা নাগাদ। অ্যান্টি র‍্যাগিং কমিটি, সিসিটিভি সহ একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে।

অ্যান্টি র‍্যাগিং কমিটি নিয়ে যাদবপুরে জোড়া বৈঠক, গরহাজির অন্তর্বর্তী উপাচার্য
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: স্বপ্নদীপ খুনের দীর্ঘদিন পর আজ যাদবপুরে (Jadavpur University) জোড়া বৈঠক। দীর্ঘদিন পর ইসি (EC Meeting) বৈঠক ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তী উপাচার্য, রেজিস্ট্রার, পড়ুয়া সহ সব পক্ষকে নিয়ে আজ যাদবপুরে ইসি বৈঠক। যদিও প্রথম পর্যায়ে সকালের স্টেক বৈঠকে গরহাজির ছিলেন উপাচার্য বুদ্ধদেব সাউ। এর আগে তাঁকে জোর করে আটকে রাখা, হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। তিনিও র‍্যাগিংয়ের শিকার। তাঁকে সেই সময় মানসিক হেনস্থা করা হয়েছিল। আর সেই কারণে আজ তিনি এই বৈঠকে যোগ দেননি বলে জানিয়েছেন।

এদিকে স্টেক হোল্ডারদের সঙ্গে প্রথম পর্যায়ের বৈঠক শেষ হয় দুপুর দেড়টা নাগাদ। অ্যান্টি র‍্যাগিং কমিটি, সিসিটিভি সহ একাধিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল স্থানান্তর প্রক্রিয়া দ্রুত চালু, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ্যে আনা সহ একাধিক দাবি জানিয়ে অরবিন্দ ভবনে আজ এই বৈঠক হয়। অন্যদিকে পরবর্তী ইসি বৈঠক শুরু হয় দুপুর ২টো নাগাদ। 

 জানা গিয়েছে, স্বপ্নদীপ হত্যাকাণ্ডের পর প্রথম বর্ষের পড়ুয়াদের হোস্টেল স্থানান্তর প্রক্রিয়া দ্রুত চালুর দাবি জানানো হয়। এছাড়াও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ও বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়ে নিরাপত্তায় প্রাক্তন সেনা কর্মী নিয়োগেও আপত্তি পড়ুয়াদের একাংশের। এই দাবিগুলিকে নিয়ে আজ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সকাল ১০টা ৪৫ মিনিটে All stakeholders meeting। এই মিটিংয়ে ছিলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। কারণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি এই মিটিং এর আগে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কমিটির প্রত্যেকটি সদস্যই এসেছেন মিটিং শুরু হওয়ার আগে।  

অন্যদিকে আজকের জোড়া বৈঠকের প্রথম পর্যায়ের মিটিং সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। তিনি বলেন, ''স্বপ্নদীপ মৃত্যুর দুঃখজনক ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে কী কী পন্থা নিচ্ছি সেগুলি ছাত্রছাত্রী, স্টেক হোল্ডারদের থেকে জানাটা খুবই জরুরি। স্টেক হোল্ডারের মিটিংয়ের আগে যে মিটিং হয়েছিল সেখানে সবাই একাধিক বিষয় নিয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন। সেই বিষয়গুলি আজ আমরা এক জায়গায় করে একটা আলোচনায় বসেছিলাম। মাননীয় সহ উপাচার্যের নেতৃত্বে এই মিটিং ডাকা হয়েছিল। পরবর্তী বৈঠকের পর একটা সর্ব সম্মত সিদ্ধান্তে আসা যাবে।''