মহিলাদের সুরক্ষায় বিধানসভার পাস 'অপরাজিতা' বিলের প্রস্তাব, সমর্থন জানিয়েও বিক্ষোভ বিরোধীদের

বিধানসভায় সরকারের আনা ধর্ষণ বিরোধী কড়া বিলকে পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধী দলনেতার দাবি এই বিলকে আইনে পরিণত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর। অপরাজিতা বিল তাড়াহুড়ো করে আনা হল কেন? প্রশ্নও তোলেন বিরোধী দলনেতা

মহিলাদের সুরক্ষায় বিধানসভার পাস 'অপরাজিতা' বিলের প্রস্তাব, সমর্থন জানিয়েও বিক্ষোভ বিরোধীদের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর-কাণ্ডের আবহে ধর্ষণ, মহিলা নির্যাতন রুখতে কড়া আইন আনার দাবি আগেই উঠেছিল। তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ওই দাবি জানান সমাজ মাধ্যমে একটি পোস্ট করে। রাজ্য সরকারকে এ ব্যাপারে কেন্দ্রের উপর চাপ দেওয়ার পরামর্শও দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ওই আইন আনার দাবি জানান। কিন্তু কেন্দ্রের থেকে সেভাবে সদুত্তর না মেলায় এবার রাজ্য বিধানসভায় পাস হয়ে গেল অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড প্রস্তাব। 

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশন। মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিন। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির শাস্তির দাবিতে আইন চেয়েছেন। সেই লক্ষ্যেই মঙ্গলবার বিশেষ অধিবেশনে অপরাজিতা মহিলা ও শিশু বিল, ২০২৪ পেশ হল রাজ্য বিধানসভায়। আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করেন এই বিল। এই বিলের আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। ‘অপরাজিতা’ বিলটিকে সম্পূর্ণ সমর্থন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।

বিধানসভায় সরকারের আনা ধর্ষণ-বিরোধী কড়া বিলকে পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধী দলনেতার দাবি 'এই বিলকে আইনে পরিণত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর। অপরাজিতা বিল তাড়াহুড়ো করে আনা হল কেন? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরই শুভেন্দুর বক্তৃতার সময় ধুন্ধুমার বিধানসভার অধিবেশন। বিরোধী দলনেতা রাজ্যে হওয়া একের পর ধর্ষণের ঘটনার বিবরণ দেন। তার সঙ্গে জমা দেন ওই সংক্রান্ত খবরা খবরের সমস্ত প্রিন্ট আউট। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি যা যা দিচ্ছেন, তার সত্যাসত্য যাচাই না করে গ্রহণ করা যাবে না। এরপরই শুভেন্দু পাল্টা বলেন, 'আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছি। আপনি যাচাই করুন।'  

আরও পড়ুন: https://tribetv.in/wbtmcp-sack-abhik-day-as-Tmc-chatra-parishad-he-was-seen-at-rg-kar-seminar-hall

বিধানসভায় শুভেন্দুর সংশোধনী প্রস্তাব খারিজ হয়ে যায় ধ্বনি ভোটে। সংশোধনী খারিজ হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু -সহ বিজেপির বিধায়কেরা। বিধানসভার ভিতরেই ‘দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিরোধীরা। এরপরই বিধানসভায় শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মহিলাদের সুরক্ষায় আইন আনতে ব্যর্থ কেন্দ্র। গোটা দেশের কাছে যা লজ্জা। কেন্দ্র যা পারেনি রাজ্য সেই বিল এনে দেখিয়ে দিল। দেশের অন্যান্য রাজ্যও এই আইনকে আগামী দিনে স্বাগত জানাবে।  সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্যে বিজেপির সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে পাল্টা সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

আরও পড়ুন: https://tribetv.in/acp-meets-junior-doctors-over-rg-kar-issue

অন্যদিকে বিলে দেওয়া সংশোধনী আপাতত সংযুক্ত না করায়, শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা এই বিল অনলি আই ওয়াস বলে পোস্টার হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। বিধানসভা বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সুর চড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। সবমিলিয়ে ধর্ষণ রোধে অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল' অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪ এই প্রস্তাব পাস হয়ে গেলেও এখন দেখার কবে এই বিল আইনে পরিণত হয়। কবে সুবিচার পান আরজি কর, কামদুনি, পার্কস্ট্রিটের নির্যাতিতারা।