মমতা-শুভেন্দুর উপস্থিতিতে বিধানসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব, সোমবারও সরগরম হতে চলেছে বিধানসভা

বিজেপি বিধায়ক, নেতাদের এই ইস্যুতে বারবার মন্তব্যে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। যদিও দল বিজেপির তরফে স্পষ্ট জানিয়েছে তারা রাজ্যভাগের বিপক্ষে। জানুন বিস্তারিত...

মমতা-শুভেন্দুর উপস্থিতিতে বিধানসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব, সোমবারও সরগরম হতে চলেছে বিধানসভা
file image

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিষয়ক প্রস্তাব আসতে চলেছে। লোকসভা নির্বাচনের পরবর্তী সময় বারবার রাজ্য রাজনীতি সরগরম হয়েছে রাজ্য ভাগ প্রসঙ্গে। বিজেপির দলের তরফে রাজ্যভাগের বিরোধিতা করলেও তাদের একাধিক নেতা-নেত্রী এই প্রসঙ্গ তুলেছে। সোমবার বিধানসভায় এই আলোচনায় অংশগ্রহন করতে পারেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা। আলোচনায় অংশ নেবেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকিও।

কখনও কোনও কোনও জেলাকে সঙ্গে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল কখনও সরাসরি রাজ্যভাগের প্রসঙ্গ। বিজেপি বিধায়ক, নেতাদের এই ইস্যুতে বারবার মন্তব্যে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। যদিও দল বিজেপির তরফে স্পষ্ট জানিয়েছে তারা রাজ্যভাগের বিপক্ষে। সঙ্গে একথাও যোগ করেছে উত্তরবঙ্গের বঞ্চনার জন্যই দলের উত্তরবঙ্গের অনেকে দলের অবস্থানের পরিপন্থী মত প্রকাশ করে।

আরও পড়ুন: https://tribetv.in/calcutta-hc-orders-to-make-dev-a-party-in-hirans-case-in-ghatal

এই অবস্থায় সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিষয়ক প্রস্তাব আনা হচ্ছে। আলোচনায় অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতার। তবে বিজেপি পরিষদীয় দলের কাঁটা তাদেরই বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বারবারই তিনি রাজ্যভাগের প্রসঙ্গ তুলেছেন। এমন কি দলের প্রার্থীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থীও হয়েছেন। ফলে বিজেপির আলোচনা তাঁর নাম থাকার সম্ভবনা কম। অন্যদিকে ২০২১ সালে বাম-কংগ্রেসর ও আইএসএফ মিলে সংযুক্ত মোর্চা তৈরি করে বিধানসভা নির্বাচনে নেমেছিল মহম্মদ সেলিম, অধীর চৌধুরি, আব্বাস সিদ্দিকিরা। 

বাম ও কংগ্রেস খালি হাতে ফিরলেও আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। ফলে সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি তিনিই। ২০২৪ লোকসভা নির্বাচনে অবশ্য জোট হয়নি। তবে নওশাদ সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসেবেই মনে করেন নিজেকে। তিনি অংশ নেবেন বঙ্গভঙ্গ প্রস্তাবে। বিজেপি ও তৃণমূলের থেকে সমদূরত্ব রেখেই সংযুক্ত মোর্চার লাইনেই তিনি বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: https://tribetv.in/Roads-are-Water-Flooded-On-kolkata-Couse-of-Heavy-rain-fall-and-Create-Dengue-Situation

সবমিলিয়ে সোমবার বঙ্গভঙ্গ প্রস্তাব সরগরম হতে চলেছে বিধানসভা। প্রসঙ্গত এর আগে বাংলা নাম নিয়েও আলোচনা হয়েছিল বিধানসভায়। মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা দুজনেই অংশ নিয়েছিলেন। সেই আলোচনাকে কেন্দ্র করেও জমজমাট ছিল অধিবেশন। এবারের বর্ষাকালীন অধিবেশনের শেষদিনও তেমন থাকার ইঙ্গিত রয়েছে।