বিরোধিতায় বামেরা এগিয়ে: দিলীপ ঘোষ

নিয়োগ দুর্নীতিতে বিরোধিতায় বামেরা এগিয়ে।'' তিনি আরও বলেন, ''বামেরা চিরদিন বিরোধিতা ভালো করতে পারে। আন্দোলন করতে পারে সরকার চালাতে পারে না

বিরোধিতায় বামেরা এগিয়ে: দিলীপ ঘোষ

ট্রাইব টিভি ডিজিটাল: টেট দুর্নীতে উত্তাল গোটা রাজ্য-রাজনীতি। এবার চাকরি প্রার্থীদের জোর করে করুণাময়ী থেকে উঠিয়ে দেওয়া প্রসঙ্গে সরব হলেন দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে একাধিক ইস্যুতে মুখ  খোলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

তিনি বলেন, ''নিয়োগ দুর্নীতিতে বিরোধিতায় বামেরা এগিয়ে।'' তিনি আরও বলেন, ''বামেরা চিরদিন বিরোধিতা ভালো করতে পারে। আন্দোলন করতে পারে সরকার চালাতে পারে না, উন্নয়ন করতে পারে না তাই লোকে বিসর্জন দিয়েছে। তাই তারা আন্দোলন করবে সেটা দেখে দেখে বাংলার মানুষের ধারণা হয়ে গিয়েছে ওটাই ওদের ভালো কাজ। সেইজন্য পশ্চিমবাংলার লোককে বিরোধিতা সবাই করছে সমস্ত দল করছে যে ধরনের অমানবিক ব্যবহার করেছে তাদের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সবাই তার বিরোধিতা করছে।'' 

এছাড়াও ঘূর্ণিঝড় সিত্রাং প্রসঙ্গে তিনি বলেন, ''আমাদের এখানে গত কয়েক বছর ধরে দেখছি নভেম্বর পর্যন্ত ঝড়বৃষ্টি  চলতেই থাকে। বিশেষ করে এই অক্টোবরের শেষে, নভেম্বরে আন্দামান সাগর থেকে একটা ঘূর্ণিঝড় ওঠে। এক দুটো সেটা আমাদের উপকূলের দিকে এসে তামিলনাড়ু থেকে বাংলাদেশ পর্যন্ত যেকোনো জায়গায় আসলে পড়া সম্ভব না থাকে একাধিকবার হয়েছে এটা সম্ভাবনা আছে। আমি জানিনা আর কতটা ঠিক প্রভাব পড়বে বাংলায়।''

 মেডিকেল বোর্ডের কাউন্টিং ঘিরে ধুন্ধুমার এই প্রসঙ্গে তিনি বলেন, ''পশ্চিমবাংলায় নির্বাচন মানেই মারামারি। তৃণমূল নির্বাচন করছে তারা জানে জিতবে। ডাক্তারদের নির্বাচন হলেও ভুয়া ভোটের বানিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে উকিলদের নির্বাচনে তাই করা হচ্ছে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তৃণমূল কোথাও জিততে পারবে না।''