'হেলি তেলিদের কথার জবাব দিই না', 'প্রজাপতি' বিতর্কে কুণালকে তুলোধনা মিঠুনের

কুণালের বক্তব্য যে তিনি একদমই সমর্থন করেন না সে কথা হাবেভাবে আগেই বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব

'হেলি তেলিদের কথার জবাব দিই না', 'প্রজাপতি' বিতর্কে কুণালকে তুলোধনা মিঠুনের

ট্রাইব টিভি ডিজিটাল: বক্সঅফিসে দারুণ হিট মিঠুন-দেব জুটির 'প্রজাপতি'। আর এই 'প্রজাপতি' নিয়ে বঙ্গ রাজনীতিতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। সিনেমা নিয়ে তুঙ্গে শাসক-বিরোধি তরজা। এরই মধ্যে মঙ্গলবার ত্রিপুরা সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে 'প্রজাপতি' নিয়ে সাংবাদিকদের সামনে প্রথমবার মুখ খুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। 

এদিন মিঠুন চক্রবর্তী বলেন, ''আমার টিআরপি নামাতে চেয়েছিলি। আর মরা অবধি পারবি না।'' এছাড়াও একইসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। তবে কুণালের নাম শুনে তিনি বলেন, ''আমি এলি তেলিদের জবাব দিই না। ওসব গঙ্গারামদের কথায় জবাব দিই না।'' এদিকে প্রজাপতিতে মিঠুনের অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, ''আমি তো শুনেছি, দেব বেচারা মুখে বলতে পারছে না। ওর তো মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব বেচারা একটা সুন্দর ছবি করতে গেল, মিঠুনদার ফ্লপ অভিনয়! ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকতেন ফাটাফাটি হয়ে যেত। ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। ওকেও একটু বলতে হচ্ছে।'' শুধু তাই নয়, কুণালকে বলতে শোনা গিয়েছিল, পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকে মিঠুনকে ১০ গোল দিয়ে দিয়েছেন। আর কুণাল ঘোষের এমন মন্তব্যের পরই শুরু হয়ে রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধি জোর তরজা। 

অন্যদিকে, কুণালের বক্তব্য যে তিনি একদমই সমর্থন করেন না সে কথা হাবেভাবে আগেই বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব(দীপক অধিকারী)। জানা গিয়েছে, নন্দনে প্রজাপতি জায়গা না পেলেও  সোমবারই ডব্লিউবিএফজেএ -তে (WBFJA) বছরের সবচেয়ে জনপ্রিয় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয়, এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার উঠেছে দেবের ঝুলিতেও। আর তারপরই এদিন মিঠুনের সোজাসাপটা জবাব আরও একবার প্রমাণ করে দিল অভিনয়ের মঞ্চে রাজনীতির রঙ ভুলে কাজ করতেই তাঁরা বেশি স্বচ্ছন্দ বোধ করেন। যা দেবের কথা এবং ফেসবুক পোস্টেও আগেই প্রমাণ মিলেছিল।