RG Kar Case: কাঞ্চনের খোঁচায় অপমানিত হয়ে পুরস্কার ফেরতের সিদ্ধান্ত, নাট্যকার চন্দন সেনের বাড়িতে সজল-কৌস্তব বাগচী

'দীনবন্ধু পুরস্কার' ফেরত দেওয়ার সিদ্ধান্ত নাট্যকার চন্দন সেনের। মঙ্গলবার এই ঘোষণার পরই নাট্যকার চন্দন সেনের বাড়িতে হঠাৎ যান সজল ঘোষ। বিশদে পড়ুন...

RG Kar Case: কাঞ্চনের খোঁচায় অপমানিত হয়ে পুরস্কার ফেরতের সিদ্ধান্ত, নাট্যকার চন্দন সেনের বাড়িতে সজল-কৌস্তব বাগচী
নাট্যকার চন্দন সেনের বাড়িতে সজল ঘোষ, কৌস্তব বাগচী।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর কাণ্ডের প্রতিবাদে 'দীনবন্ধু পুরস্কার' ফেরত দেওয়ার সিদ্ধান্ত নাট্যকার চন্দন সেনের। মঙ্গলবার এই ঘোষণার পরই নাট্যকার চন্দন সেনের বাড়ি সজল ঘোষ। মঙ্গলবার বিখ্যাত নাট্যকার চন্দন সেন ঘোষনা করেছিলেন যে, রাজ্য সরকারের দেওয়া ২০১৭ সালের 'দীনবন্ধু পুরস্কার' তিনি রাজ্য সরকারকে ফেরত দিতে চান। কারণ হিসেবে তিনি বলেছেন রাজ্যে যে অমানবিক অবস্থা চলছে এবং যেভাবে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তিনি রাজ্য সরকারের কোনও ভূমিকা দেখতে পারছেন না। আর সেই জন্যই তিনি রাজ্য সরকারকে আবেদন করেছেন তার দীনবন্ধু পুরস্কার ফেরত নেওয়ার জন্য। 

এছাড়াও সংশ্লিষ্ট আধিকারিককে তিনি এও জানিয়েছেন আর্থিক মূল্য ২৫ হাজার টাকা, সেই ২৫ হাজার টাকাও তিনি ফেরত দিতে চান। এই ঘোষণার পরেই বুধবার বিশিষ্ট নাট্যকার চন্দন সেনের  বারাকপুরের বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা সজল ঘোষ, কৌস্তব বাগচী। সজল ঘোষ বলেন, ''যেভাবে তিনি তার শিরদাঁড়া সোজা রেখে তার জীবনের কর্মের ফলে পাওয়া এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন তাকে কুর্নিশ জানিয়ে তাকে প্রণাম করতে তার বাড়ি এসেছিলেন। কোন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয় মানুষ হিসেবে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন।''  

আরও পড়ুন: https://tribetv.in/four-persons-allegedly-arrested-by-police-due-to-allegation-of-honey-trappings-case

 বিষয়টি নিয়ে নাট্যকার চন্দন সেন বলেন, ''আমার এই প্রতিবাদ কোনও রাজনৈতিক দলের পক্ষেও না। আবার কোন রাজনৈতিক দলের বিপক্ষেও না। আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। কিন্তু আমার বাড়িতে যদি কেউ আসতে চায় তাকে আমি ওয়েলকাম জানাই। আমার কলম সর্বদাই উঠেছে সমাজে ঘটে যাওয়া দুঃখজনক বিষয়ের ওপর। আমাকে ফোন করেছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। কথা হয়েছে। কিন্তু আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধুমাত্র একজন নাট্যকার হিসেবে আমি আমার প্রতিবাদ জানিয়েছি।''