দিন-দিন বাড়ছে আলুর দাম, মাথায় ঝুড়ি নিয়ে বিধানসভার বাইরে প্রতিবাদ BJP-র

বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন।

দিন-দিন বাড়ছে আলুর দাম, মাথায় ঝুড়ি নিয়ে বিধানসভার বাইরে প্রতিবাদ BJP-র

ট্রাইব টিভি ডিজিটাল: রাজ্যের আলুচাষিদের করুণ অবস্থা নিয়ে বিধানসভায় সরব হল বিজেপি। সোমবার বিধানসভায় আলুচাষিদের কৃষিঋণ শোধের দাবি তোলে বিজেপি। এর পর বিধানসভার সামনে এই দাবিতে মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিক্ষোভে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিধানসভার ফটকের সামনে এদিন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মাথায় আলুর ঝুড়ি নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন। ছিলেন অন্যান্য বিজেপি বিধায়করাও। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''এবার শীতকালে বৃষ্টি হয়নি। তাই আলুর বাম্পার ফলন হয়েছে। ফলে আলুর দর পাচ্ছেন না চাষিরা। আলুচাষিদের স্বার্থ সুরক্ষিত করতে অবিলম্বে ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে। তাছাড়া আলুচাষিদের সমস্ত স্বল্পমেয়াদী কৃষিঋণ মকুব করতে হবে সরকারকে।'' 

তিনি আরও বলেন, ''এবার রাজ্যের বিভিন্ন জেলায় আলুর ব্যাপক ফলন হয়েছে। যার ফলে ফসলের দাম পাচ্ছেন না চাষিরা। যার ফলে জেলায় জেলায় আলুচাষিদের মধ্যে ছড়াচ্ছে বিক্ষোভ। একাধিক জায়গায় পথ অবরোধও হয়েছে। ওদিকে হিমঘরে আলুর বন্ডের চাহিদাও তুঙ্গে। এমনকী আলুর বন্ড তুলতে গিয়ে বিশৃঙ্খলার মধ্যে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশের লাঠির বাড়িও খেতে হয়েছে চাষিদের। আলুচাষিদের দাবি, অবিলম্বে আলুর ন্যূনতম সমর্থন মূল্য ক্যুইন্টালপ্রতি ১০০০ টাকা ঘোষণা করতে হবে সরকারকে।''