BJP'র নবান্ন অভিযানের আঁচ, জোড়া বিক্ষোভে উত্তাল বিধানসভা

 বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতে যা দেখা গেল, তা কার্যত নজিরবিহীন। অধিবেশন কক্ষ ছাড়লেন শাসক-বিরোধী দু পক্ষই

BJP'র নবান্ন অভিযানের আঁচ,  জোড়া বিক্ষোভে উত্তাল বিধানসভা

ট্রাইব টিভি ডিজিটাল: বিধানসভায় বিজেপি'র নবান্ন অভিযানের আঁচ। বিজেপি'র বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ তৃণমূলের মহিলা বিধায়কদের। বৃহস্পতিবার দুপুরে কার্যত জোড়া বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর। 

জানা গিয়েছে,  বৃহস্পতিবার সকালে অধিবেশনের শুরুতে যা দেখা গেল, তা কার্যত নজিরবিহীন। অধিবেশন কক্ষ ছাড়লেন শাসক-বিরোধী দু পক্ষই। প্রথমে বিজেপি মুলতুবি প্রস্তাব আনে। সেই প্রস্তাব গৃহীত না হওয়ায় ওয়াকআউট করেন বিরোধীরা। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই কক্ষ ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়কেরা।

এ দিন বিশেষ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তৈরি করা পোস্টার দেখাতে শুরু করেন তৃণমূলের বিধায়কেরা। পরে দেখা যায়, কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন শাসক দলের বিধায়করা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, স্পিকার কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, বলেই তাঁরা বাইরে বেরিয়ে এসেছেন, তাঁরা ওয়াকআউট করেননি। 

তৃণমূলের দাবি, বিরোধীদের বিক্ষোভে কক্ষ উত্তাল হয়ে উঠেছিল বলেই স্পিকার বেরিয়ে যান। মন্ত্রী শশী পাঁজা জানান, স্লোগানের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে। সে কারণেই বেরিয়ে যান তৃণমূল বিধায়করা। রাজনৈতিক মহলের দাবি, একই সময়ে এ ভাবে শাসক-বিরোধী দু পক্ষেরই বেরিয়ে আসার ঘটনা আগে দেখা যায়নি।