Rupa Ganguly on RG Kar: 'ঘোষে-ঘোষে পুরনো সম্পর্ক', সন্দীপ ঘোষকে নিয়ে মমতাকে খোঁচা রূপা গঙ্গোপাধ্যায়ের

এবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর আরজি কর ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। জানুন বিশদে...

Rupa Ganguly on RG Kar: 'ঘোষে-ঘোষে পুরনো সম্পর্ক',  সন্দীপ ঘোষকে নিয়ে মমতাকে খোঁচা রূপা গঙ্গোপাধ্যায়ের
রূপা গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পাঁচদিনের ধর্না কর্মসূচিতে বসেছে বিজেপি। প্রকৃত দোষীদের দ্রুত সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার গেরুয়া শিবির। উঠেছে প্রতিবাদের ঝড়। সেই আবহেই এবার সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর আরজি কর ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।  

শনিবার ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় বিজেপির ধর্না মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ''এটা বড় একটা স্লোগান পালটে দিলেন? বদলা নয় বদল চাই। মুখ্যমন্ত্রী আমার মা আপনাকে ভোট দিয়েছিল। কত মানুষকে আপনি বীতশ্রদ্ধ করে দিয়েছেন। আপনি মঞ্চ থেকে হুমকি দিচ্ছেন? তার জবাব মানুষ দিচ্ছে। এই প্রিন্সিপাল ঘোষ, আপনার পুরোনো সম্পর্কের কেউ আছে যারা ঘোষ।'' 

আরও পড়ুন: https://tribetv.in/Last-time-Durand-champions-Mohun-Bagan-are-desperate-to-win-their-first-trophy-on-todays-match

এখানেই শেষ নয়। একাধিক দুর্নীতি, অর্থতছরূপের অভিযোগে তৃণমূলের বহু শীর্ষস্থানীয় মন্ত্রীরা যে এখনও জেলে রয়েছেন, সে কথাও এদিন মনে করিয়ে দেন তিনি। বলেন,''আপনার এক একটা মন্ত্রী জেলে। আপনিও জেলে যাবেন। আপনার হাতে থাকা সব দফতরে ব্যর্থ? আপনি মা? আপনি রাতে কাঁদেন আমাদের মতো? আপনার চোখে জল আসা দরকার। একদিন সাংবাদিক সম্মেলন করে কাঁদুন। অনেক নাটক করেছেন,আর একবার না হয় নাটকই করলেন। যেটুকু সম্মান আছে তাতে আরজি করের সমস্ত সত্য কলার ধরে সামনে আনুন। মানুষ আপনাকে বাঁচিয়ে দেবে। মানুষে মানুষে বিরোধ থাকার কথা নয়। বুকে যদি একটুও মমতা থেকে থাকে তা দিয়ে সত্যিটা বার করে আনুন।''