ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর, অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে জারি হাই অ্যালার্ট

শুধু সীমান্ত এলাকা নয় একই সঙ্গে বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়তি নিরাপত্তা। বাংলাদেশ হাই কমিশন এর অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার্স সহ পুলিশ মোতায়েন রয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর,  অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে জারি হাই অ্যালার্ট

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল আন্দোলনটা। ধীরে ধীরে তা হাসিনা সরকারের পতনের দিকে চলে যায়। গত জুলাই মাস থেকেই ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ। এই অবস্থায় অনুপ্রবেশ আটকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুলিশ-প্রশাসন। বিভিন্ন জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। অনুপ্রবেশের আশঙ্কায় ‘নাইট ভিশন’ ক্যামেরা নিয়ে সারা রাত পাহারা দিচ্ছে বিএসএফ। 

একুশে আফগানিস্থান, বাইশের শ্রীলঙ্কা। পরপর দুবছরে এই দুই দেশের শাসককে অভ্যুত্থানের জেরে পালাতে হয়েছে নিরাপদ আস্তানায়। কিন্তু ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনাও সোমবার পালিয়ে আশ্রয় নিয়েছে দিল্লিতে। সরকার পতনের বাংলাদেশে থানা থেকে কারাগার সর্বত্র চলেছে হামলা। কারাগারে হামলা হওয়ায় মুক্ত হয়েছেন নিষিদ্ধ জামাতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের বন্দিরাও। রাষ্ট্রপতির নির্দেশের পরই মঙ্গলবারই কারামুক্তি হয়েছে দীর্ঘ ১৭ বছর জেলে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তাতেই এপার বাংলায় বেড়েছে আতঙ্ক।

আরও পড়ুন: https://tribetv.in/Maa-Flyover-will-be-Closed-at-night-for-maintenance--issue

বাংলাদেশে যেভাবে রাতের অন্ধকারে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো খবর এসেছে, তাতে বিএসএফ সতর্কতা বাড়িয়েছে আরও। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে তারাও সীমান্ত পেরিয়ে এদেশে আসার চেষ্টা করতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন বিএসএফ জওয়ানেরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধায় বিশেষ নজর রয়েছে। এছাড়া গ্রামাঞ্চলে সীমান্তে জওয়ানদের তরফে সতর্ক নজরদারিও চলছে। হাই অ্যালার্ট বাংলাদেশ সীমান্তে। কয়েক হাজার কিলোমিটার বাংলাদেশ সীমান্ত সিল করল বিএসএফ। নিরাপত্তা বাড়ল সুন্দরবন এলাকায়। আতঙ্কে বাংলাদেশবাসী। 

আরও পড়ুন: https://tribetv.in/minorities-are-affected--even-after-Hasina-left-the-country-Bangladesh

শুধু সীমান্ত এলাকা নয় একই সঙ্গে বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়তি নিরাপত্তা। বাংলাদেশ হাই কমিশন এর অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অফিসার্স সহ পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ টেন্টে অন্য দিনের থেকে বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় ১৫ থেকে ২০ জন পুলিশ আধিকারিক কনস্টেবল রয়েছেন। রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। বাংলাদেশ হাই কমিশন এর অফিসের সামনে যদি কেউ বিক্ষোভ প্রদর্শন করেন তার আশঙ্কায় এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে।