প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ শেখ হাসিনার, সেনাবাহিনীর দখলে বাংলাদেশ

ইতিমধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা। সোমবার দুপুরে ঘোষণা করলেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। জানুন বিস্তারিত...

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ শেখ হাসিনার,  সেনাবাহিনীর দখলে বাংলাদেশ
file image

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইস্তফা দিয়েই দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়েই উত্তাল বাংলাদেশ ছেড়ে ভারতে এলেন শেখ হাসিনা। দিল্লির উদ্দেশে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু-কন্যার কপ্টার। হাই অ্যালার্ট জারি ভারত-বাংলাদেশ সীমান্তে।

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত গোটা বাংলাদেশ। পুলিশ ও আন্দোলনকারীর সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ৩০০ বেশি আন্দোলনকারী। ইতিমধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা। সোমবার দুপুরে ঘোষণা করলেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অন্যদিকে,  জনতার দখলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন।

সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেওয়া হয়েছিল বলে খবর। তার পরেই তিনি ইস্তফা দিয়েছেন। বাংলাদেশ গণমাধ্যম সূত্রে খবর, দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। তাঁকে সেই সুযোগও দেয়নি বাংলাদেশ সেনা। 

বিস্তারিত আসছে...