Bankura News: বিডিও'কে চড় মেরে গাল লাল করে দেওয়ার হুঁশিয়ারি, বিতর্কে BJP বিধায়ক

পুলিশকেও এক হাত নেন অমরনাথ শাখা। তাঁর দাবি, 'পদোন্নতি'র লোভে পুলিশ আধিকারিকরা এখানে আছেন। তবে নিচু তলার পুলিশ কর্মীদের সাধারণ মানুষের কাছে 'গালি খাওয়া' ছাড়া কোনও উপায় নেই বলেও মন্তব্য করেন বিধায়ক। জানুন বিশদে...

Bankura News: বিডিও'কে চড় মেরে গাল লাল করে দেওয়ার হুঁশিয়ারি, বিতর্কে BJP বিধায়ক

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিডিও-কে 'চড় মারা'র হুঁশিয়ারী দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। আরজি কর ইস্যুতে বুধবার ওন্দা বিডিও অফিসের সামনে দলের ধর্ণা ও অবস্থান কর্মসূচী ছিল। সেখানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই কথা বলেন। তিনি 'বিধায়ক না থাকলে এক চড়ে' বিডিও- 'দু'টো গাল লড়িয়ে' দেওয়ার হুঁশিয়ারী দিয়েই থেমে থাকেননি। ওন্দার বিধায়ক। তাঁর দাবি, 'উনি সব সময় ঘর বন্ধ করে থাকেন'। এমনকি 'ঠিকাদারদের কাছ থেকে ওন্দার বিডিও 'টাকা খান' বলেও তিনি অভিযোগ করেন।

এছাড়াও পুলিশকেও এক হাত নেন অমরনাথ শাখা। তাঁর দাবি, 'পদোন্নতি'র লোভে পুলিশ আধিকারিকরা এখানে আছেন। তবে নিচু তলার পুলিশ কর্মীদের সাধারণ মানুষের কাছে 'গালি খাওয়া' ছাড়া কোন উপায় নেই বলে তিনি জানান। এবিষয়ে বলতে গিয়ে তৃণমূল নেতা ও ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভীরুপ খাঁ বলেন, এক জন বিধায়কের বক্তব্য রুচিশীল ও মার্জিত হওয়া উচিৎ। বিডিও-র উদ্দেশ্যে উনি যা বলেছেন তা দূর্ভাগ্যজনক। উনি 'অর্দ্ধশিক্ষিত' বলেই দূর্ণীতির কথা বলছেন। ২০১১ সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকে সর্বত্র ই-টেণ্ডার প্রক্রিয়া চালু হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: https://tribetv.in/a-bike-hits-guard-rail-of-Maa-flyover

এছাড়াও বিজেপির এই কর্মসূচী ঘিরে এদিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। মিছিল করে ওন্দা বিডিও অফিসে আসা বিজেপি কর্মীদের পুলিশ ব্যারিকেড দিয়ে পুলিশ আটকানোর চেষ্টা করে। ফলে দু'পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। তবে এই অবস্থাতেও বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।