সামনেই উৎসবের মরশুম, অবৈধ বাজির কারবার রুখতে কড়া পদক্ষেপ পুলিশের

হাড়ালে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। উদ্ধার হয়েছিল প্রচুর বেআইনি শব্দবাজি। সেই ঘটনার পর শুক্রবার আবারও তল্লাশি অভিযান চালায় পুলিশ।

সামনেই উৎসবের মরশুম,  অবৈধ বাজির কারবার রুখতে কড়া পদক্ষেপ পুলিশের
নিজস্ব চিত্র

ট্রাইব টিভি ডিজিটাল: দত্তপুকুর থেকে শিক্ষা নিয়ে বাজি বন্ধে যথেষ্ট তৎপর বারুইপুর থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চম্পাহাটির হাড়াল বাজি তৈরির অন্যতম স্থান। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই প্রশাসনের নির্দেশে এই এলাকায় বাজি তৈরি বন্ধ রয়েছে। প্রশাসন বন্ধ করার নির্দেশ দিলেও প্রশাসনের নজর এড়িয়ে এখনও এলাকায় বাজি তৈরি হচ্ছে বলে সূত্রের খবর। আর সেই কারনেই এবার ড্রোন ক্যামেরা উড়িয়ে সেই বাজির খোঁজে তল্লাশি অভিযানে নামল বারুইপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে এই তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, এসডিপিও বারুইপুর অতিশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌম্যজিৎ রায়।  

গত মঙ্গলবারও এই হাড়ালে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। উদ্ধার হয়েছিল প্রচুর বেআইনি শব্দবাজি। সেই ঘটনার পর শুক্রবার আবারও তল্লাশি অভিযান চালায় পুলিশ। এদিনও বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের তরফে এদিন ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশির পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে সচেতন করা হয়। যাতে কোনও ভাবেই কেউ বেআইনি বাজি তৈরির কাজ না করেন সেই বার্তা দেওয়া হয়। খালি চোখে যেখানে পুলিশের পক্ষে তল্লাশি করা সম্ভব নয়, সেখানে এদিন Drone দিয়ে তল্লাশি চালানো হয়। 

প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট রবিবার সকালে হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মোচপোল এলাকা। তীব্র বিস্ফোরণে বাড়ির দেওয়াল সহ ছাদের অংশ কয়েক ফুট উপরে উড়ে যায়। অভিযোগ, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। মর্মান্তিক সেই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আর তারপরই রাজ্যজুড়ে ফের বেআইনি বাজির বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন।