BGBS 2023: লোকসভার আগে টার্গেট কোটির লগ্নির, আজ শুরু মমতার বিশ্ব বাণিজ্য সম্মেলন

এ বছর শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই ২৬টি মউ স্বাক্ষর এবঙ সাড়ে সাত হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব আসতে পারে। শিক্ষাক্ষেত্রে ৫৯টি মউ স্বাক্ষর হতে চলেছে। জানুন বিস্তারিত...

BGBS 2023:  লোকসভার আগে টার্গেট কোটির লগ্নির, আজ শুরু মমতার বিশ্ব বাণিজ্য সম্মেলন
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্যে লগ্নি টানতে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দুই দিনের এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তাবড় তাবড়  শিল্পপতি, বণিক কর্তারা। নিউটাউনে বিশ্ববাংলা কনভেশন সেন্টারে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2023)। ২১ নভেম্বর থেকে শুরু হওয়া দু'দিনের এই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ ভাগ করে নেবেন মুকেশ আম্বানি, নিরঞ্জন হীরানন্দানির মতন শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র ডাকা এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আসছেন WIPRO-র কর্ণধার আজিম প্রেমজির ছেলে রিশাদ প্রেমজি। TVS-এর অন্যতম কর্তা আর দীনেশ। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, সজ্জন জিন্দাল, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন নেওটিয়া প্রমুখ শিল্পপতিরা। শুধু তাই নয়, সূত্রের খবর, কলকাতায় আয়োজিত এই বৈঠকে যোগ দিতে পারেন আদানি গোষ্ঠীও (Adani Group)।   

রাজ্য সরকারের শীর্ষ মহলের আশা, এবারের সম্মেলন থেকে অন্তত ৪ লক্ষ কোটি টাকার লগ্নির প্রস্তাব আসবে। তবে বিগত বাণিজ্য সম্মেলনগুলিতে কখনও এত টাকার প্রস্তাব আসেনি। ২০১৯ সালে বাংলায় শিল্প সম্মেলনে এসে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করে গিয়েছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। উপর মহলের আশা এবারও বাংলার জন্য নতুন কিছু চমক দেবেন তিনি। সূত্রের খবর, গত বছরও মোট ১৩৭টি 'MOU' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সংখ্যাটা এবার অনেকটাই বাড়বে বলে আশাবাদী শীর্ষ কর্তারা। 

চলতি বছরের Bengal Global Business Summit 2023 এর ন্যাশনাল ইন্ডাস্ট্রি পার্টনার বণিকসভা (CII)। জানা গিয়েছে, এ বছর শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই ২৬টি মউ স্বাক্ষর এবং সাড়ে সাত হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব আসতে পারে। শিক্ষাক্ষেত্রে ৫৯টি মউ স্বাক্ষর ও প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসতে চলেছে। নবান্ন সূ্ত্রে খবর, পর্যটনেও এবার প্রায় ৩ হাজার কোটি টাকার প্রস্তাব আসবে। আর সেই সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার নতুন কর্মসংস্থানের আশায় বুক বাঁধছে রাজ্য। শুধু তাই নয়, এ বছর সব মিলিয়ে প্রায় ৪ লক্ষ কোটির লগ্নি প্রস্তাব আসতে চলেছে। তবে আগামী ২২ নভেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে মুখ্যমন্ত্রী নিজেই এ বছরের মোট বিনিয়োগ প্রস্তাবের অঙ্ক ঘোষণা করবেন।