বাড়ল নিরাপত্তা, বুধবার থেকেই Z+ সিকিউরিটি পাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস

গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন সি ভি আনন্দ বোস। তাঁকে বাংলার নয়া রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বাড়ল নিরাপত্তা, বুধবার থেকেই Z+ সিকিউরিটি পাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস

ট্রাইব টিভি ডিজিটাল: আজ থেকে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব তুলে নিল সিআরপিএফ। 'জেড প্লাস' সিকিউরিটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বুধবার থেকে রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের নিরাপত্তার সমস্ত দায়িত্ব তুলে নিচ্ছে সিআরপিএফ। বুধবার থেকে রাজ্যপাল যখনই বাইরে যাবেন তার সঙ্গে থাকবে সিআরপিএফের বিশাল কনভয়। দু দিনের সফরে রাজ্যপাল আজ যাচ্ছেন কোচিতে।

পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়কে জেড প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার সিভি আনন্দ বোসকেও একই রকম নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাতে সিআরপিএফের অফিসাররা রাজভবনে এসে সমস্ত কিছু বুঝে নেন কলকাতা পুলিশের কাছে। আজ বুধবার থেকে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব তুলে নেন সিআরপিএফ এর অফিসাররা। 

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন সি ভি আনন্দ বোস। তাঁকে বাংলার নয়া রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলের বাসিন্দা IAS সি ভি আনন্দ বোস বর্তমানে মেঘালয়ের মুখ্য পরামর্শদাতা। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) দেশের উপ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বাংলার স্থায়ী রাজ্যপালের পদ খালিই ছিল। কয়েকদিনের জন্য অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন লা গণেশন (La Ganeshan)। তবে অবশেষে স্থায়ী রাজ্যপাল পাই বাংলা।