Ration Scam News: খুবই অসুস্থ বালু, ভার্চুয়াল শুনানিতে হাজিরা জ্যোতিপ্রিয়র

 নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। ইডি হেফাজত শেষে বর্তমানে পার্থ-মানিকের পড়শি বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানুন বিস্তারিত...

Ration Scam News: খুবই অসুস্থ বালু, ভার্চুয়াল শুনানিতে হাজিরা জ্যোতিপ্রিয়র
ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শরীরটা মোটেও ভালো যাচ্ছে না বালুর (Jyotipriya Mallick)। যার জন্য রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আজ সশরীরে পেশ করা যাচ্ছে না আদালতে। তার বদলে ভার্চুয়াল পেশ করা হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, তাঁকে আনফিট বলে জানিয়েছেন জেল চিকিৎসক। সেই কারণেই তাঁকে এদিন আদালতে সশরীরে পেশ করা হচ্ছে না। এর আগে রেশন দুর্নীতি মামলা গ্রেফতারির পর থেকে ২ বার পেশ করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেটাও এসিজেএম-এর ভ্যাকেশান কোর্টে পেশ করা হয়েছে। 

সূত্রের খবর, আজই ইডির (ED) স্পেশাল কোর্টে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে পেশ করার কথা ছিল। জেল সূত্র মারফত খবর, বৃহস্পতিবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তাঁর হাত ও পায়ে খুব ব্যথা হচ্ছে। সেই কথা শোনার পরে তড়িঘড়ি জেলের চিকিৎসক গিয়ে তাঁকে দেখেন। খতিয়ে দেখার পরে তাঁর রিপোর্টে জ্যোতিপ্রিয় মল্লিককে আনফিট বলে জানান জেলের চিকিৎসক। তারপরেই সশীরের আদালতে হাজির না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রেশন দুর্নীতিকাণ্ডে (Ration Scam) ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ৪ দিনের জেল হেফাজত শেষ হচ্ছে আজ। সেই কারণেই আদালতে পেশ করা হচ্ছে তাঁকে। আদালতে আজ জ্যোতিপ্রিয় মল্লিককে সশরীরের পেশ করা হচ্ছে না। তবে ভার্চুয়াল শুনানিতে কী জানাবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী! আবার কী নতুন কোনও বোমা ফাটাবেন কিনা সেদিকে তাকিয়ে সব মহল। 

প্রসঙ্গত,  নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। ইডি হেফাজত শেষে বর্তমানে পার্থ-মানিকের পড়শি বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ১৬ নভেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আজ ছিল সেই মামলার শুনানি। কিন্তু ধৃত বর্তমান বনমন্ত্রীর শারীরিক পরিস্থিতি ভালো না হওয়ায় আজ তাকে Alipur Bankshal Court-এ পেশ করা যাচ্ছে না। বরং আজ মন্ত্রীর Virtual শুনানি হবে বলে জানিয়েছে আদালত। উল্লেখ্য, চলতি বছরের October মাসের শেষের দিকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তারপর থেকেই প্রথম ED হেফাজত এবং পরে ইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় প্রেসিডেন্সি সংশোধনাগারে জায়গা হয় তৃণমূলের হেভিওয়েট এই মন্ত্রীর (Jyotipriya Mallick)।