ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত বাংলার শ্রমিক

মৃত শ্রমিকের নাম আনোয়ার আলি(৫২)। দীর্ঘদিন ধরে তিনি অসমে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত বাংলার শ্রমিক

ট্রাইব টিভি ডিজিটাল: ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। মৃত মালদহের চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর-দুর্গাপুরের বাসিন্দা।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম আনোয়ার আলি(৫২)। দীর্ঘদিন ধরে তিনি অসমে রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার রাতে কাজ করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার আগে রাস্তাতেই মৃত্যু হয় তার। সেখানে তার ময়নাতদন্ত করা হয়েছে।

ঠিকাদার সংস্থার সদস্যের মাধ্যমে তার মৃত্যুর খবর পান বাড়ির লোকেরা। গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে ওই পরিযায়ী শ্রমিকের মৃত দেহ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের রোজগেরে সদস্যের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকেরা ছায়া।

জানা গিয়েছে, পরিবারটি অত্যন্ত দুঃস্থ। মহানন্দা নদীর বাঁধরোডের ধারে ছোট্ট এক চিলতে জায়গায় কোনও রকমে মাথা গোঁজার ঠাইটুকু রয়েছে। সেখানে তার স্ত্রী ও দুই নাবালক সন্তান নিয়ে থাকতেন আনোয়ার আলি। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে তাঁরা এখন দিশেহারা হয়ে পড়েছে। যদিও স্থানীয় সমাজসেবী মহম্মদ আলি জিন্নাহ, পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। পরিবারটিকে সবরকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।