ভ্রমণই নেশা, সড়কপথে কলকাতা টু লন্ডন পারি বাঙালি দম্পতির

একসময় কলকাতা থেকে লন্ডন বিশ্বের দীর্ঘতম বাস রুট ছিল। যেটি ১৯৫৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ১৩২ দিনের যাত্রার জন্য বিখ্যাত ছিল। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

ভ্রমণই নেশা, সড়কপথে কলকাতা টু লন্ডন পারি বাঙালি দম্পতির
ফাইল চিত্র।।

দেবযানী সরকার, কলকাতা: বাঙালি বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয়। ভ্রমণের নেশায় ছুটে চলেন দেশ থেকে দেশান্তরে।  আর এই ভ্রমণের নেশাকেই সঙ্গী করে এবার সড়কপথে লন্ডন পাড়ি দিচ্ছেন কলকাতার বাঙালি দম্পতি। স্ত্রী পেশায় ডাক্তার। স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী। বাঙালি এই দম্পতির পেশা ভিন্ন থাকলেও দুজনের নেশা এক। দুজনেই চান যতদিন বাঁচবেন ততদিন গাড়ি চালিয়ে সারা বিশ্ব ভ্রমণ করতে। এখনও পর্যন্ত ৩৬ টি দেশ নিজেরা ড্রাইভ করে ঘুরেছেন। এবার তাঁদের গন্তব্য কলকাতা টু লন্ডন। 

ভ্রমণ পিপাসু কৌশিক ও  দীপাঞ্জলীর বাড়ি হুগলির চন্দননগরে। ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়েই গাড়ি চালিয়ে সদূর লন্ডন পারি দেবেন তাঁরা। চলতি অগাষ্ট মাসেই চন্দননগর থেকে তাঁদের যাত্রা শুরু। মাত্র ৬৪ দিনের মধ্যে কয়েক হাজার মাইল পথ পেরিয়ে টেমস নগরীতে পৌঁছনোয় ওই দম্পতির লক্ষ্য বলে জানিয়েছেন তাঁরা।   

আরও পড়ুন: https://tribetv.in/Howrah-Burglary-in-five-flats-in-Howrah-housing

কৌশিক, দীপাঞ্জলীরা যখন লন্ডন পৌছঁবেন সেই সময় আবার বাঙালির শ্রেসষ্ঠ উৎসব দুর্গাপুজো। দীপাঞ্জলী জানিয়েছেন, লন্ডনে বসবাসকারী বাঙালিা তার কাছে আবদার করেছেন, যে তাঁরা যতগুলো দেশের উপর দিয়ে যাবেন সেখানকার নদীর জল তাঁদের জন্য নিয়ে যেতে হবে। ওই জল টেমসে মিশিয়ে দশমীর দিন সেখানে মা দুর্গার বিসর্জন দেওয়া হবে।  

আরও পড়ুন: https://tribetv.in/Protesters-attack-houses-of-Awami-League-leaders-and-Ministers-in-Bangladesh

একসময় কলকাতা থেকে লন্ডন বিশ্বের দীর্ঘতম বাস রুট ছিল। যেটি ১৯৫৭ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত ১৩২ দিনের যাত্রার জন্য বিখ্যাত ছিল। তাদের ধারণা এখন এরই অ্যাডভেঞ্চার যাত্রা এক নতুন লক্ষ্য স্থাপন করবে, বাঙালিকে অ্যাডভেঞ্চার প্রেমে গড়ে তুলবে। এই উচ্ছাভিলাসি যাত্রায় তাদের সঙ্গে যোগ দিচ্ছেন ১৫ জন ভ্রমণ উৎসাহী। যারা ২৩ টি ভিন্ন দেশের সাংস্কৃতিক ধরন, বৈচিত্র্যময় পরিবেশ, সেখানকার মানুষজন এবং আরও অনেক কিছু উপভোগ করতে আগ্রহী। সব মিলিয়ে নানান বাধা বিপত্তি জয় করে দুর্নিবার গতিতে এগিয়ে চলেছে কৌশিক দীপাঞ্জলীর এই বিশ্ব ভ্রমণ।