'যাহা চালভাজা, তাহাই মুড়ি'! উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন বোস, তীব্র কটাক্ষ ব্রাত্যর

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন, সেই সব ক'টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন বলে রাজভবন বিবৃতি দিয়েছে।

'যাহা চালভাজা, তাহাই মুড়ি'!  উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন বোস, তীব্র কটাক্ষ ব্রাত্যর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য হিসেবে আজ থেকে দায়িত্বভার নিলেন রাজ্যপাল C.V Anand Bose। যদিও পদাধিকারে তিনি রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য। বৃহস্পতিবার রাতে রাজভবন থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, দেখা যাচ্ছে যে রাজ্যের কয়েকটি রাজ্য বিশ্ববিদ্যালয়ে, যেখানে উপরাচার্যের পদ খালি রয়েছে, সেখানে পড়ুয়াদের ডিগ্রি সংশাপত্র এবং অন‌্যান‌্য নথি পেতে সমস‌্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সুবিধার জন‌্য রাজ‌্যপাল নিজে আচার্য হিসাবে তাঁর ক্ষমতায় ওই সব বিশ্ববিদ‌্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে মাঝেমধ্যে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দেখাও করবেন। 

বৃহস্পতিবার রাজভবনের তরফে এই বিবৃতি প্রকাশ্যে আস্তেই শুরু হয়েছে রাজ্য-রাজভবন সংঘাত। শুধু তাই নয়, রাজ্যপালের একের পর এক নজিরবিহীন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী Bratya Basu। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''যাহা চালভাজা তাহাই মুড়ি! যিনি আচার্য, তিনিই উপাচার্য! কোন আইনে এটা হয়, জানি না।'' বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকা নিয়ে রাজ্যপালের সমালোচনা করেছিলেন ব্রাত্য। শিক্ষামন্ত্রী বলেন, ''উপাচার্য নিয়োগ করে এবং না করে—দু'ভাবে নৈরাজ্য তৈরি করা হচ্ছে।'' রাজ্যের উচ্চশিক্ষায় নজিরবিহীন সংঘাতের এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও হুঁশায়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ''কোন আইনের বলে উনি এটা করলেন আমি জানি না। মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব।'' 

প্রসঙ্গত, রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন, সেই সব ক'টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন বলে রাজভবন বিবৃতি দিয়েছে। রাজভবনের তরফে বলা হয়েছে, যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা নানা ধরনের অসুবিধায় পড়ছেন, উপাচার্য হিসাবে রাজ্যপাল তা দ্রুত সমাধান করার বন্দোবস্ত করবেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজকুমার কোঠারিকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। অর্থাৎ, এখন রাজ্যের মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য রয়েছেন।