AFC CUP 2023: ভারতে খেলতে আসছেন নেইমার, কীভাবে দেখবেন প্রিয় তারকাকে...

এশিয়ার সেরা ক্লাব টুর্নামেন্টের গ্রুপ 'ডি'-তে সৌদির প্রো লিগের ক্লাব আল হিলাল, ইরানের প্রো লিগের এফসি নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব নাভবাহরের সঙ্গে পড়েছে মুম্বই।

AFC CUP 2023: ভারতে খেলতে আসছেন নেইমার,  কীভাবে   দেখবেন প্রিয় তারকাকে...
ছবি সৌজন্যে- টুইটার

ট্রাইব টিভি ডিজিটাল: এএফসি (AFC CUP 2023) চ্যাম্পিয়ন লিগে খেলতে আসছেন নেইমার। মুম্বই সিটি এফসি ও সৌদির আলহিলাল গ্রুপ রয়েছে। AFC চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আসছে ব্রাজিলিয় তারকা নেইমার। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ভারতে খেলতে আসার সম্ভাবনা প্রবল নেইমারের। প্রথমে আশা করা গিয়েছিল হয়ত ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অল্পের জন্য সেটা হল না। তবে বৃহস্পতিবারের বার বেলায় নিশ্চিত হওয়া গেল রোনাল্ডোর আল নাসর না হলেও ভারতে আসতে চলেছে আল হিলাল। সম্প্রতি রেকর্ড টাকায় সৌদি আরবের এই ক্লাবেই সই করেছেন ব্রাজিলিয় তারকা নেইমার। ফলে স্বপ্ন পূরণ হবে ভারতীয় ফুটবলপ্রেমীদের। 

নেইমারের ক্লাবের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চলেছে মুম্বই সিটি এফসি (Mumbai City AFC 2023)। সেক্ষেত্রে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ভারতে আসবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে সেই ম্যাচটি মুম্বইয়ে হবে না। মুম্বই সিটি এফসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরিকাঠামো সংক্রান্ত কারণে নিজেদের 'হোম' মুম্বই ফুটবল এরিনায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরিবর্তে পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের 'হোম' ম্যাচ খেলবে মুম্বই।

বৃহস্পতিবার কুয়ালামপুরে এএফসি হাউসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়। সেই ড্রয়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল ভারতীয় ফুটবল মহল। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা করিম বেঞ্জেমা বা নেইমারের ভারতে খেলতে আসার একটা সম্ভাবনা ছিল। একই গ্রুপে একই দেশের দুটি ক্লাব থাকতে পারবে না বলে ভারতীয় সমর্থকরা যে কোনও একজনের বেশি মহাতারকাকে (রোনাল্ডো, বেঞ্জেমা ও নেইমারের মধ্যে) সামনে থেকে খেলার দেখার সুযোগ পাবেন না, তা স্পষ্ট ছিল। শেষপর্যন্ত ‘জয়’ হয়েছে ব্রাজিলের তারকা নেইমারের। পুণেতে খেলতে আসতে পারেন তিনি। গ্রুপ ‘ই’-তে পড়েছে রোনাল্ডোর আল নাসের।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুযায়ী, এশিয়ার সেরা ক্লাব টুর্নামেন্টের গ্রুপ 'ডি'-তে সৌদির প্রো লিগের ক্লাব আল হিলাল, ইরানের প্রো লিগের এফসি নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব নাভবাহরের সঙ্গে পড়েছে মুম্বই। অর্থাৎ আল হিলাল, নাসাজি এবং নাভবাহরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে খেলবে ‘আইল্যান্ড’-রা। সেই পরিস্থিতিতে আল হিলালের ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলতে পুণেতে আসতে পারেন নেইমার। আগামী সেপ্টেম্বর থেকে আগামী মে পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হবে। সার্বিকভাবে ৪০টি দলকে ১০টি গ্রুপে রাখা হয়েছে। প্রতিটি গ্রুপে চারটি দল আছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং প্রতিটি জোনের তিনটি সেরা রানার্স-আপ দল নক-আউট পর্যায়ে উঠবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নক-আউট পর্যায়ের খেলা হবে। আগমী ১১ এবং ১৮ মে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে চলেছে। দু'লেগের ফাইনাল হবে। 
এখনও পর্যন্ত এএফসি গ্রুপ চ্যাম্পিয়ন্স লিগের সূচি ঘোষণা করা হয়নি। তাই কবে ভারতে খেলতে আসতে পারেন নেইমার, তা এখনও চূড়ান্ত হয়নি।