কাজের ফিরিস্তি দিতে নিজের ঢাক নিজেকেই পেটানোর পরামর্শ নমোর

মঙ্গলবার থেকে সংসদে বসছে বাজেট অধিবেশন। তার আগে রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের জনসংযোগের উপরে জোর দেওয়ার পরামর্শ দেন

কাজের ফিরিস্তি দিতে নিজের ঢাক নিজেকেই পেটানোর পরামর্শ নমোর

ট্রাইব টিভি ডিজিটাল: সামনেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। পরের বছর রয়েছে লোকসভা নির্বাচন। তার আগেই সারতে হবে যাবতীয় প্রচার। লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে এবার নিজের ঢাক নিজেই পেটানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার থেকে সংসদে বসছে বাজেট অধিবেশন। তার আগে রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের জনসংযোগের উপরে জোর দেওয়ার পরামর্শ দেন। সরকারি প্রকল্পগুলি যাতে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির কাছে তুলে ধরা হয়, সেই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। রবিবারের বৈঠকে ক্যাবিনেট সেক্রেটারি ২০১৪ সাল থেকে এখনও অবধি মোদি সরকার যে যে প্রকল্প ও সিদ্ধান্তগুলি নিয়েছে, তা নিয়ে একটি প্রেজেন্টেশন পেশ করেন। এরপরে প্রধানমন্ত্রী কাউন্সিলের বৈঠকে উপস্থিত মন্ত্রীদের পরামর্শ আসন্ন নির্বাচনগুলির আগে কীভাবে প্রচার করা উচিত, তা নিয়ে পরামর্শ দেন। 

প্রধানমন্ত্রী জানান, মন্ত্রীদের উচিত সরকারি প্রকল্পগুলির উপরে নজর দেওয়া। প্রতিটি ঘরে যাতে সমস্ত প্রকল্প পৌঁছে যায়, তাও নিশ্চিত করতে হবে। নিজেদের মন্ত্রকে যা যা কাজ হচ্ছে, তারও যেন নিরন্তর প্রচার চালানো হয়, তার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এদিকে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা জনতার দরবারে পৌঁছে দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ অনন্য। তাঁর মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার, দিদির দূত, দিদির সুরক্ষাকবচ-এর মতো কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছেন দলের প্রতিনিধিরা। সাফল্যও মিলছে। এবার সে পথেই হাঁটতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রবিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা বোঝাতে একেবারে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। তাঁদের বোঝাতে হবে এসবের সুবিধা। অর্থাৎ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই জনসংযোগকে গুরুত্ব দিতে চাইছেন মোদি। যার ভার তিনি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের। রাজ্য তথা দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাফল্যের প্রচার চালানো উচিত বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, গরিবদের উন্নয়নের জন্য যে সরকারি প্রকল্পগুলি রয়েছে, তা সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দিতে হবে।