নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৪ চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি , আদালতে আবেদন CBI-এর

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানোর তালিকাতেও রয়েছেন মন্ত্রী কন্যাও। প্রথম দিকে তা কেবল শাসকদলের হেভিওয়েটের দিকে নজর থাকলেও, এখন সেই পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৪ চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি ,  আদালতে আবেদন CBI-এর
(ফাইল চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ৪ জনের গোপন জবানবন্দি রেকর্ড করাতে আবেদন সিবিআইয়ের। আলিপুর আদালতে আবেদন পেশ সিবিআইয়ের। কীভাবে দুর্নীতি হয়েছে, তা নিয়ে আদালতে আগেই সিবিআই-এর সামনে সাক্ষ্য দিয়েছিলেন এই ৪ জন। এবার ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেবেন ৪ চাকরিপ্রার্থীর। গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাই সিবিআই। এই প্রথম নিয়োগ দুর্নীতিতে কোনও চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করার আবেদন জানাচ্ছে সিবিআই। 

সূত্রের খবর, এর আগে রাজ্যে যে কয়টি মামলা, Calcutta High Court-এর নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়েছে, তার মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি। কারণ এই মামলায় সর্বোচ্চ সংখ্যায় শাসকদলের নেতা, মন্ত্রী থেকে শুরু করে কোনও হেভিওয়েটই রেহাই পাননি। বলা বাহুল্য তৃণমূলের তৃতীয়বারের সরকার গঠনের পাশাপাশিই চোখের বালি হয়ে দাঁড়িয়েছে কার্যত নিয়োগ দুর্নীতি মামলা। একটা দীর্ঘ সময় ধরে চলে আসা এই মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রের একের পর এক হেভিওয়েট আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানোর তালিকাতেও রয়েছেন মন্ত্রী কন্যাও। প্রথম দিকে তা কেবল শাসকদলের হেভিওয়েটের দিকে নজর থাকলেও, এখন সেই পরিধি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন চাকরি প্রার্থীরাও। কে বা কারা এই দুর্নীতির শিকার হয়েছেন, বা কারা এই দুর্নীতিতে সামিল হয়েছেন, সবেতেই কড়া নজর দিয়েছে সিবিআই। ঠিক কীভাবে নিয়োগ চলত সমস্ত কিছুর নারীনক্ষত্র জানতে আরও জোরকদমে আসরে নামছে CBI।