কুন্তল ঘোষের চিঠি মামলাকে চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ CBI

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের লেখা একটি চিঠি সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।

কুন্তল ঘোষের চিঠি মামলাকে চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ CBI
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। (নিজস্ব চিত্র)

ট্রাইব টিভি ডিজিটাল: কুন্তল ঘোষের চিঠি মামলায় যুগ্ম তদন্তের রিপোর্টে ক্ষুদ্ধ CBI। আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে ক্ষুদ্ধ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশকে চ্যালেজ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই। কুন্তলের চিঠি মামলায় আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ। বিশেষ সিবিআই আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) CBI । সিবিআই ও কলকাতা পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ। ২১ সেপ্টেম্বর যৌথ বা আলাদা ভাবে রিপোর্ট পেশের নির্দেশ। সিবিআইয়ের বিশেষ আদালত এই যুগ্ম রিপোর্ট পেশের নির্দেশ দেওয়ায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সিবিআইয়ের দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।  

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের লেখা একটি চিঠি সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর নাম নিয়োগ দুর্নীতিতে ধৃতদের মুখ থেকে বলানোর চেষ্টা করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ঠিক তার পরদিনই কুন্তল ঘোষ দাবি করেন, তাঁর মুখ থেকে অভিষেকের নাম বলানোর জন্য দিচ্ছেন তদন্তকারীরা। এই মর্মে তিনি একটি চিঠি লেখেন। সেই চিঠি সংক্রান্ত একটি মামলায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুর বিশেষ সিবিআই আদালত। সেই শুনানি সিবিআই আদালতে ভর্ৎসিতও হয়। 

উল্লেখ্য, এর মধ্যে কুন্তলকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করেনি সিবিআই। যদিও আদালতের নির্দেশে এখনও জেল হেফাজতেই রয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ, মাণিক ভট্টাচার্য সহ অন্যান্য অভিযুক্তরা। এখন দেখার কুন্তলের চিঠি মামলার জল কতদূর গড়ায়!