শহরে ফের যকের ধন, শান্তিপ্রসাদ সিনহার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত কাড়ি কাড়ি টাকা

সার্ভে পার্ক এলাকায় শান্তিপ্রসাদ সিনহা অন্য একজনের নামে এই ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন। সেখানেই লুকিয়ে রাখা ছিল টাকা, সোনা, চাকরিপ্রার্থীদের তালিকা।

শহরে ফের যকের ধন, শান্তিপ্রসাদ সিনহার ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত কাড়ি কাড়ি টাকা

ট্রাইব টিভি ডিজিটাল: দিন যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো খুলছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের জট। সিবিআই তদন্তে ফের আরও একবার উদ্ধার হল কাড়ি কাড়ি টাকা, সোনা গহনা ও ১৫০০ চাকরিপ্রার্থীর তালিকা। বুধবার শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে সিবিআই তল্লাশিতে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা ও দেড় কেজি সোনা।   

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলে রয়েছে শান্তিপ্রসাদ সিনহা। এবার সন্তোষপুরের সার্ভে পার্ক এলাকায় তাঁর একটি ফ্ল্যাট থেকে ৫০ লক্ষ টাকা ও সোনা উদ্ধার করে সিবিআই। মঙ্গলবার রাত থেকে ওই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা ছিল। সেগুলি বাজেয়াপ্ত করেছে সিবিআই। শুধু তাই নয়, দেড় হাজার চাকরিপ্রার্থীর একটি তালিকাও উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সিবিআই সূত্রে খবর, সার্ভে পার্ক এলাকায় শান্তিপ্রসাদ সিনহা অন্য একজনের নামে এই ফ্ল্যাটটি কিনে রেখেছিলেন। সেখানেই লুকিয়ে রাখা ছিল টাকা, সোনা, চাকরিপ্রার্থীদের তালিকা। এ নিয়ে নতুন করে শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। 

শান্তিপ্রসাদ সিনহা ছিলেন এসএসসির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। যে উপদেষ্টা কমিটির গঠনকেই অবৈধ বলেছে আদালত। শুধু তাই নয় বলা হয়েছে, এই উপদেষ্টা কমিটি আসলে গঠন করা হয়েছিল সংগঠিতভাবে নিয়োগ দুর্নীতি করার জন্যই।  এমনিতে কলকাতায় এখন নগদ টাকা উদ্ধার হওয়া কার্যত জলভাত হয়ে গিয়েছে।

পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট—হানা দিলেই যেন টাকার স্তূপ মিলছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই ফ্ল্যাটের কথা শান্তিপ্রসাদ কখনও জেরায় কবুল করেননি। অন্য সূত্রে এই ফ্ল্যাটটির হদিশ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এই সোনা ও টাকা উদ্ধারের ঘটনায় নিয়োগ দুর্নীতিতে ফের নতুন কোনও নাম সামনে আসে কিনা সেটাই এখন দেখার।