সমবায় দুর্নীতির তদন্তে ঢিলেমি, রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা

এদিন রাজ্যের তদন্তকারী সংস্থার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'তিন বছর ধরে তদন্ত করেও দুর্নীতির সঙ্গে কারা যুক্ত তাদের খুঁজে বার করতে পারল না সিআইডি।' বিস্তারিত জানতে পড়ুন...

সমবায় দুর্নীতির তদন্তে ঢিলেমি, রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা
কলকাতা হাইকোর্ট। ফাইল চিত্র।

ট্রাইব টিভি ডিজিটাল: ৫০ কোটির সমবায় দুর্নীতি। ED-CBI'কে নথি হস্তান্তর না করায় রাজ্য ও সিআইডিকে তীব্র ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা। জানা গিয়েছে, আলিপুরদুয়ার মহিলা ঋনদান সমবায় সমিতিতে ৫০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলায় সিআইডি-র উপর তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিন বছর ধরে এই দুর্নীতির তদন্ত করলেও সিআইডি কোনও কিনারা করতে না পারায় গত ২৫ অগস্ট সিআইডির থেকে তদন্তভার সিবিআই ও ইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তদন্তের সমস্ত নথি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সিআইডিকে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন।

 আদালতের নির্দেশের পর ২১ দিন কেটে গেলেও সিআইডির পক্ষ থেকে তদন্তের নথি দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়নি। উল্টে আজ তথা শুক্রবার সিআইডি, তদন্তভার তাদেরকে দেওয়ার ব্যাপারে নির্দেশ পুনর্বিবেচনার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন জানায়। সিআইডির নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সিআইডি তথা রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আগামী ২ সপ্তাহের মধ্যে জরিমানার টাকা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে রাজ্যকে। আগামী ১৮ই সেপ্টেম্বরের মধ্যে তদন্তের সমস্ত নথি সিবিআই ও ইডির হাতে তুলে দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন তিনি। 

পাশাপাশি ৩ দিনের মধ্যে ইডি ও সিবিআইকে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিআইডি সমস্ত নথি সিবিআই ও ইডির হাতে তুলে না দিলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে এজলাসে ডেকে পাঠাবেন বলেও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী ১২ অক্টোবরের মধ্যে ইডি ও সিবিআইকে প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক দুর্নীতির দিকটি তদন্ত করবে ইডি এবং বাকি দুর্নীতির তদন্ত করবে সিবিআই।

 এদিন রাজ্যের তদন্তকারী সংস্থার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'তিন বছর ধরে তদন্ত করেও দুর্নীতির সঙ্গে কারা যুক্ত তাদের খুঁজে বার করতে পারল না সিআইডি। আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও সিবিআই এবং ইডিকে কোনও নথি তুলে দেওয়া হয়নি। রাজ্য ও তার সহযোগীরা মিলে আদালতের সঙ্গে চালাকি করছে। তাদের চালাকির জন্যই গরীব মানুষ তাদের টাকা পাচ্ছেন না। কাদের কত টাকা ঋণ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। সিআইডি না জানলেও আমি জানি কাদের কাছে কত টাকা গিয়েছে। কারা সাইকেল ছেড়ে বিএমডব্লুউ চাপছে সেটাও আমি জানি। কিন্তু বলবো না। এতদিন ধরে আপনারা তদন্তের কোনও কিনারা করতে পারেননি। তাই এই তদন্ত করবে ইডি ও সিবিআই।'