পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না।

পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ট্রাইব টিভি ডিজিটাল: ফের স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। পঞ্চায়েত নির্বাচন  নিয়ে এখনই কোনও ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না কমিশন।  পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি।
 রাজ্যে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিল আদালত। 

জানা গিয়েছে, বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, মামলার পরবর্তী শুনানির আগে পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। তার আগে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না রাজ‌্য নির্বাচন কমিশন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলায় এই রায় ডিভিশন বেঞ্চের। 

সূত্রের খবর, শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন করার দাবিতে ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাদায়ের করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর আবেদনে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হয়েছিল রাজ্যে। কিন্তু ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনী না থাকায় পঞ্চায়েত ভোটে প্রবল হিংসা হয়েছিল। এই দুই ভোটের প্রসঙ্গ টেনে শুভেন্দুর আবেদন ছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আসন্ন পঞ্চায়েত ভোট করানো হোক। পাশাপাশি অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোরও আর্জি জানান শুভেন্দু। 

BJP নেতার আরও অভিযোগ ছিল, তপশিলি জাতি ও উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তাতে ত্রুটি রয়েছে। এই নিয়ে হাইকোর্ট কমিশনের থেকে হলফনামা চেয়েছিল। বুধবার কমিশন আদালতে সেই হলফনামা জমা দেয়। বিরোধী দলনেতার সেই মামলা গ্রহণ করে আদালত এ বিষয়ে রায় দেওয়ার আগে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও রকম বিজ্ঞপ্তি প্রকাশের উপর নিষেধৈাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ২৭ তারিখ অবধি বাড়িয়ে দেওয়া হল এদিন। অর্থাৎ ওই দিন পর্যন্ত কোনওভাবেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না।