চাঁদের আরও কাছে, সফট ল্যান্ডিংয়ের জমি খুঁজছে বিক্রম ল্যান্ডার

চন্দ্রযানের সফল অবতরণের প্রার্থনায় মহাকালেশ্বর থেকে উজ্জয়িনী। দিকে দিকে চলছে যজ্ঞ প্রার্থনা। বিশেষ পুজোপাঠ। শুধু তাই নয়, নজরে সেই 'শেষ ১৫ মিনিট'।

চাঁদের আরও কাছে, সফট ল্যান্ডিংয়ের জমি খুঁজছে বিক্রম ল্যান্ডার

ট্রাইব টিভি ডিজিটাল:  আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের দক্ষিণ মেরুর অন্ধকার অংশে নেমে আজ ইতিহাস গড়ার পথে চন্দ্রযান ৩। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের অন্ধকারাচ্ছন্ন দক্ষিণাংশের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার। ইতিহাস গড়বে ভারত। দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে তারই ফাইনাল কাউন্টডাউন। আবেগ, চাপা উদ্বেগ নিয়ে এক এক করে প্রহর গুনছেন আপামর দেশবাসী। এখনও পর্যন্ত সব পরিকল্পনা অনুযায়ী চলছে বলে জানিয়েছে ইসরো। বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রাখা হচ্ছে। বিক্রম সঠিক সময়েই অবতরণ করবে বলেই আশাবাদী ইসরোর বিজ্ঞানীরা। 

চন্দ্রযানের সফল ল্যান্ডিং করাতে চন্দ্রযান ২ থেকে শিক্ষা নিয়ে সম্ভাব্য সবরকম চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়ছে। পথেঘাটে এখন সবার মুখে একটায় আলোচনা চন্দ্রযান ৩ এর সফল ল্যান্ডিং।  দেশজুড়ে চলছে প্রার্থনা, যজ্ঞ। ব্রিকস সম্মেলনে যোগ দিতে সুদূর দক্ষিণ আফ্রিকা গিয়েও মোদীর মন পড়ে রয়েছে ভারতে। আজ সন্ধ্যায় ভার্চুয়াল গোটা অবতরণ পর্বের সাক্ষী থাকবেন তিনিও। উত্তেজিত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চন্দ্রযান ৩ গোটা দেশের গর্ব, ইসরোর এই সাফল্যের কৃতিত্ব শুধুমাত্র বিজ্ঞানীদের বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ভারতের 'চাঁদে পা' যাতে সফল ভাবে সম্পন্ন হয় তার জন্য বুধবার সকাল থেকে চলছে দেশজুড়ে পুজো অর্চনা। ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকার প্রস্তুতি।   

চন্দ্রযানের সফল অবতরণের প্রার্থনায় মহাকালেশ্বর থেকে উজ্জয়িনী। দিকে দিকে চলছে যজ্ঞ প্রার্থনা। বিশেষ পুজোপাঠ। শুধু তাই নয়, নজরে সেই 'শেষ ১৫ মিনিট'। বুধবার সন্ধ্যায় চাঁদ ছোঁয়ার অপেক্ষায় ইসরো, আশায় বুক বাঁধছে দেশ। চন্দ্রযান থ্রি অভিযানে উচ্ছ্বসিত উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মোর্য। তিনি বলেন, আজকের দিনটি সবার জন্য গুরুত্বপূর্ণ। আজ চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণাংশে অবতরণ করবে। ইসরো ও চন্দ্রযান ৩ ল্যান্ডারের সাফল্যের জন্য প্রার্থনাও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, চন্দ্রযান ৩ এর সফল অবতরণের শুভ কামনা জানিয়ে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, বুধে চন্দ্রযান থ্রি সফল ভাবে চাঁদে পা রাখলে মহাকাশ গবেষণায় ভারত আরও একধাপ এগিয়ে যাবে। বিজ্ঞানপ্রযুক্তিতে ভারত বিশ্বসেরা হবে। আর সেই ঐতিহাসিক মুহুর্তের অপেক্ষায় রয়েছেন তিনিও।   

 চাঁদের বুকে অবতরণের ঐতিহাসিক এই দৃশ্য বুধবার বিকেল ৫টা ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার হবে ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে এই ইতিহাসের সাক্ষী থাকতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন তিনি। বুধবার সন্ধ্যায় খোলা থাকবে সমস্ত স্কুল। কৌতূহলী ছাত্রছাত্রীরা স্কুল থেকে অনলাইন মাধ্যমে চন্দ্রযান-৩-এর অবতরণ দেখতে পারবেন। এমনকি মহাকাশ বিশেষজ্ঞেরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য মুখিয়ে রয়েছেন।

এদিকে দুশ্চিন্তা উড়িয়ে সকলকে নিশ্চিন্ত হওয়ার আশ্বাস দিচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। দুশ্চিন্তার কিচ্ছু নেই। ফুরফুরে মেজাজে থাকুন। আজ আমরা করব জয় নিশ্চয়। মহাবিশ্বের কোনও কিছুই আর অঘটন ঘটাতে পারবে না। চন্দ্রযান ৩-এর সব কিছু খারাপ হয়ে গেলেও একদম সেফ ল‌্যান্ডিং করবে। এতটাই আত্মবিশ্বাসী আমরা। আর ঐতিহাসিক এই ল্যান্ডিংয়ের অপেক্ষায় আমরাও।