Telangana News: আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভে পুড়ল দোকান-বাড়ি

প্রাথমিকভাবে পুলিশ ভেবেছিল যে গাড়ির ধাক্কায় আহত হয়েছেন মহিলা। দায়ের করা হয়েছিল হিট অ্যান্ড রান কেস। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে জনজাতি/উপজাতি আইন, ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়।

Telangana News: আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ,  বিক্ষোভে পুড়ল দোকান-বাড়ি
প্রতিবাদ-বিক্ষোভে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানে

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। প্রতিবাদের আগুনে জ্বলে উঠল তেলেঙ্গনার আসিফাবাদ জেলা। কয়েকটি বাড়িতে আগুন, দোকানপাট পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। গুজব ছড়ানো আটকাতে ঐ এলাকার ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ সংস্থা PTI-তে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩১ অগাস্ট। আক্রান্ত মহিলা সেদিন জয়নুর থেকে অটো করে আসিফাবাদে ফিরছিলেন। সেই সময় নির্জন রাস্তায় অটোচালক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। নির্যাতনের হাত থেকে বাঁচতে ঐ মহিলাও পালটা লাঠি দিয়ে আক্রমণ করেন। দু'পক্ষের ধস্তাধস্তিতে অজ্ঞান হয়ে যান ঐ মহিলা। তিনি মারা গিয়েছেন ভেবে ঐখানেই মহিলাকে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় চালক। পরের দিন ১ সেপ্টেম্বর রাস্তার ধার থেকে অচেতন অবস্থায় ঐ মহিলাকে উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: https://tribetv.in/Deepthi-Jeevanji--Bronze-medal-win-in-the-Women-400M-T20-at-Paralympics2024

সূত্রের খবর, প্রাথমিকভাবে পুলিশ ভেবেছিল যে গাড়ির ধাক্কায় আহত হয়েছেন মহিলা। দায়ের করা হয়েছিল হিট অ্যান্ড রান কেস। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে জনজাতি/উপজাতি আইন, ধর্ষণের চেষ্টা ও খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়। বুধবারই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অশান্তি এড়াতে ঐ এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৬৩ নং ধারা। 

আরও পড়ুন: https://tribetv.in/Bankura-BJP-MLA-MAKE-CONTROVERSY-OVER-HIS-COMMENTS

এদিকে, আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদেই সাধারণ মানুষ পথে নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন উন্মত্ত জনতা দোকানপাট ও কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। তেলঙ্গানার ডিজিপিও সাধারণ মানুষকে শান্ত থাকতে এবং আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান।