সুপ্রিমে ধাক্কা, ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি

আগামী ১৫ মার্চ শীর্ষ আদালতের বিচারপতিরা ব্যস্ত থাকবে। ফলে ওইদিন DA মামলার শুনানি হওয়া সম্ভব নয়।

সুপ্রিমে ধাক্কা, ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি

ট্রাইব টিভি ডিজিটাল:  সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি। ১৫ মার্চের বদলে মামলা উঠবে ২১ মার্চ। ওইদিন বিচারপতিরা ব্যস্ত থাকায় পিছোল শুনানি। ফলে ফের একবার হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা। 

সপ্তাহের শুরুতেই এল দুঃসংবাদ। জানা গেল, নির্দিষ্ট দিনে DA মামলার শুনানি হচ্ছে না। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ শীর্ষ আদালতের বিচারপতিরা ব্যস্ত থাকবে। ফলে ওইদিন DA মামলার শুনানি হওয়া সম্ভব নয়। শুনানির দিন পিছিয়ে আগামী ২১ মার্চ ধার্য করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার স্পেশাল লিভ পিটিশনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের তরফে একটি সার্কুলার জারি করা হয়।

১৫ মার্চ এবং ১৬ মার্চ যে মামলাগুলি নথিভুক্ত আছে, সেগুলির সেদিন শুনানি হবে না বলে আগাম ইঙ্গিত মিলেছিল। এরপর সোমবার মেনশন হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২১ মার্চ এই DA মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেয়। এই জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। হাইকোর্টের বেঁধে দেওয়া তিন মাসের সময় সীমা পেরিয়ে যাওয়ার পরেও DA না দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা।

গত বছর এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। এরপরেই এই মামলার শুনানি পিছিয়ে যায়। অন্যদিকে, এই নিয়ে কলকাতার শহিদ মিনারে বকেয়া ডিএ-র দাবিতে চলা আন্দোলন ৪৬ দিনে পড়ল। সেখানে অনশনও করছেন একাধিক সরকারি কর্মচারী। তাঁদের অনশন তুলে নেওয়ার আর্জিও জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর সঙ্গে রাজভবনে গিয়ে সাক্ষাতও সেরে এসেছে এই আন্দোলনকারীদের পাঁচজনের একটি প্রতিনিধি দল। কিন্তু, অনশনকারীরা কিছুতেই আন্দোলন তুলতে নারাজ। সরকারের তরফে তাঁদের বক্তব্য এবং দাবি দাওয়া না মানা হলে কিছুতেই এই অনশন প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার সকালেই তাঁদের আন্দোলনমঞ্চে একটি হুমকি চিঠি এসে পড়ে। যেখানে উল্লেখ করা হয়েছে, 'নাটক বন্ধ না করলে বোমা মেরে মঞ্চ উড়িয়ে দেওয়া হবে।' সোমবার এমনই ঘটনা ঘটল শহিদ মিনারের নিচে। সাদা কাগজে রং পেন্সিলে লেখা হুমকি চিঠি মিলল ডিএ আন্দোলনের স্থলে। বকেয়া ডিএ-এর দাবিতে শহরের রাজপথে আন্দোলনরত সরকারি কর্মীরা। সম্প্রতি নিজেদের দাবি দাওয়া নিয়ে রাজ্যপালের সঙ্গেও কথা বলেছেন আন্দোলনকারীরা। রাজ্যপালের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়।

এই ঘটনার ঠিক পরেই বোম মেরে অস্থায়ী আন্দোলন মঞ্চ উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি পেলেন আন্দোলনকারীরা। এই চিঠিকে সরকারের হুঁশিয়ারি বলেই দাবি করা হচ্ছে। তবে কারা এই চিঠি দিয়েছে সেই বিষয় এখনও কিছু জানা জায়নি। চিঠিতে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে,'নাটক বন্ধ না করলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব।' সোমবার সাদা কাগজের উপর রং পেন্সিল দিয়ে হাতে লেখা এই চিঠি পান আন্দোলনকারীরা। ইতিমধ্যেই এই মর্মে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনায় আন্দোলনকারীরা বিশেষ বিচলিত নন।