শিয়ালদহ মেইন লাইনে বাতিল শতাধিক ট্রেন, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

রবিবারও শিয়ালদহ ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে ৫২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল।

শিয়ালদহ মেইন লাইনে বাতিল শতাধিক ট্রেন, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

ট্রাইব টিভি ডিজিটাল: ভোগান্তি ও হয়রানির পালা এখনও শেষ হয়নি। নৈহাটি ও হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য গত কয়েক দিন ধরে শিয়ালদহ ডিভিশনে দফায় দফায় বাতিল লোকাল ট্রেন। একই চিত্র হাওড়া ডিভিশনেও। কাজে বেরিয়ে সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তিতে যাত্রীরা। 

নৈহাটি ও হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য গত কয়েকদিন ধরে দফায় দফায় লোকাল ট্রেন বাতিল হয়েছে শিয়ালদহ ডিভিশনে। হাওড়া ডিভিশনও এর ব্যতিক্রম নয়। এই ডিভিশনে অবশ্য নন-ইন্টারলকিং নয়, ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। নতুন সপ্তাহেও ট্রেন বাতিলের ওই ধারা অব্যাহত। ফলে যাত্রীদের ভোগান্তিও জারি থাকার আশঙ্কাও রয়েছে পুরোমাত্রায়। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে শিয়ালদহ ডিভিশনে সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ১৪ মার্চও আপ ও ডাউন মিলিয়ে প্রায় ১০০-র কাছাকাছি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নন-ইন্টারলকিংয়ের কাজের প্রভাবে শুধু লোকাল ট্রেন নয়, বাতিল থাকবে দূরপাল্লার ট্রেনও। বেশ কিছু ট্রেনের গতিপথে পরিবর্তন করে ওই ট্রেনগুলোকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে ট্রেন বাতিলের সিদ্ধান্তে নিত্যযাত্রীদের - বিশেষ করে পরীক্ষার্থীদের উদ্বেগও বাড়ছে। গতকাল রবিবারও শিয়ালদহ ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে ৫২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। কিন্তু ছুটির দিন বলে চরম ভোগান্তি এড়িয়ে যেতে পেরেছিলেন সিংহভাগ যাত্রী। কিন্তু আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার তেমন সম্ভাবনা নেই।

এই দু'দিন কয়েক লক্ষ যাত্রীকে দুর্ভোগে পড়তে হবে। অন্যদিকে ট্রেন বাতিল ও যাত্রীদের হয়রানি প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের কাছে রেল আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। নন-ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ হলে লাইনের ট্রেনের সংখ্যা অন্তত ২৫ শতাংশ বাড়বে। উপকার হবে যাত্রীদেরই। মঙ্গলবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ট্রেন বন্ধ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন,  যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে মঙ্গলবারের আগেই কাজটা শেষ করতে। যদি নিতান্তই না করা য়ায় তাহলে ওইদিন গ্যালপিং ট্রেনগুলোকে অল-স্টপেজ করে পরীক্ষার্থীদের সুবিধা করে দেওয়া হবে।