Paralympics2024: মনের জোরের কাছে হার মানল শারীরিক প্রতিবন্ধকতা, প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জয় দীপ্তির

প্যারিস প্যারালিম্পিক ২০২৪ বিশ্বকে দেখিয়েছে, যে ইচ্ছা থাকলে যে কোনও কিছু অর্জন করা যায়। আর চ্যালেঞ্জ নিলেই গৌরব অর্জন করা যায়। দীপ্তি জীবনজি সেই অনুপ্রেরণামূলক ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। বিশদে পড়ুন...

Paralympics2024: মনের জোরের কাছে হার মানল শারীরিক প্রতিবন্ধকতা, প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জয় দীপ্তির
দীপ্তি জীবঞ্জি ।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জীবনে চলার পথে হাজার বিপত্তি। গ্রামবাসীরা কটাক্ষ করে বলতেন 'বাঁদর মুখো'। কেউ আবার 'মেন্টাল' বলেও সম্বোধন করতেন। কাঁটার মতো বিঁধেছে প্রতিবেশী-আত্মীয়দের কটূক্তি। তবুও মনে অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভার জোরে আজ প্যারিস প্যারালিম্পিক ব্রোঞ্জ জয়। মঙ্গলবার ভারতকে প্রথম পদক এনে দিলেন দীপ্তি জীবনজি। মহিলাদের ৪০০ মিটারে (টি২০ ইভেন্টে) ব্রোঞ্জ পান তিনি। মাত্র ৫৫.৮২ সেকেন্ডে তাঁর এই পদক জয়।  

প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ মহিলাদের ৪০০ মিটারে টি-২০ ফাইনালে মঙ্গলবার ব্রোঞ্জ জিতে ভারতের জন্য ১৬ তম পদক জিতেছে অন্ধ্রপ্রদেশের ওয়ারঙ্গল জেলার কাল্লেদা গ্রামের বাসিন্দা দীপ্তি জীবনজি। এর আগে জাপানের কোবেতে বিশ্ব অ্যাথলেটিক্স প্যারা চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছিলেন দীপ্তি। 

আরও পড়ুন: https://tribetv.in/BJP-Leader-sajal-Ghosh-and-others-to-meet-playwriter-Chandan-Sen-at-his-own-residence-Barrackpore

বৌদ্ধিক অক্ষমতা নিয়ে জন্ম দীপ্তি জীবনজির। এটি এমন একটি রোগ যা কথোপকথনের পাশাপাশি অভিযোজিত দক্ষতাকে বাধা দেয়। এমনকি জন্ম থেকেই দীপ্তির ঠোঁট এবং নাক কিছুটা অস্বাভাবিক। জন্মের সময় তাঁর মাথাটি ছিল খুব ছোট। যার ফলে বারবার গ্রামবাসীদের কটূক্তির মুখে পড়তে হত দীপ্তিকে। তাঁকে সম্মান তো দূরের কথা বন্ধুত্ব করতেও চাইত না কেউ। প্রতিবেশী ও আত্মীয়দের কটূক্তির জেরে বারংবার মনোবল হারিয়েও ইচ্ছাশক্তি ও প্রতিভার জোরে দীপ্তি এগিয়েছে জীবনের একাধিক কাঁটায় ভরা পথে।  

আরও পড়ুন: https://tribetv.in/a-bike-hits-guard-rail-of-Maa-flyover

প্যারিস প্যারালিম্পিক ২০২৪ বিশ্বকে দেখিয়েছে, যে ইচ্ছা থাকলে যে কোনও কিছু অর্জন করা যায়। আর চ্যালেঞ্জ নিলেই গৌরব অর্জন করা যায়। দীপ্তি জীবনজি সেই অনুপ্রেরণামূলক ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। যাদের জীবনে সাফল্য অর্জন করাটা মোটেও ডাল ভাতের মতো নয়। বরং অত্যন্ত চ্যালেঞ্জে পূর্ণ। কিন্তু তারা কখনও হাল ছাড়েননি। আর সেটাই করে দেখিয়েছেন অন্ধ্রপ্রদেশের দীপ্তি।