রামনবমীতে ভয়ঙ্কর দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বালেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন কয়েকশো পুণ্যার্থী।

রামনবমীতে ভয়ঙ্কর দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ট্রাইব টিভি ডিজিটাল: রামনবমীতে মধ্যপ্রদেশের ইন্দোরে মর্মান্তিক দুর্ঘটনা। ইন্দোরের স্নেহনগরে বালেশ্বর মন্দিরে কুয়ো ভেঙে পুণ্যার্থীদের পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫। এখনও চলছে উদ্ধারকাজ। ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। 

রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বালেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন কয়েকশো পুণ্যার্থী। পুজো চলাকালীন দর্শনের জন্য প্রায় ৩০-৪০ জন পুণ্যার্থী মন্দিরের ভিতরের একটি কুয়োর ছাদে উঠে পড়েন। মন্দিরের ভিতরেই থাকা বহু দিনের পুরনো সেই কুয়োর মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ছাউনি যথেষ্ট শক্তপোক্ত না হওয়ায় তা ভেঙে দুর্ঘটনা ঘটে। কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। ইন্দোরের জেলাশাসক ইলিয়ারাজা টি জানিয়েছেন, এই ঘটনায় মোট ৩৫ জন মারা গিয়েছেন। ১৪ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। দু'জন চিকিৎসার পরে নিরাপদে বাড়ি ফিরেছেন। বাকিদের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার অভিযান শুরু হয়েছিল এবং তা এখনও চলছে বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, এই কুয়ো দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না। অনেকে তাই এই কুয়োর কথা জানেনও না। অনেকে ভুলেই গিয়েছেন, এখানে যে একটি কুয়ো আছে। এদিন সেটি ভেঙেই ঘটে বিপত্তি। সূত্রের খবর, এদিন পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় হয়েছিল ঝুলেলাল মন্দিরে। অতিরিক্ত জনসমাগমে পায়ের চাপে ওই স্ল্যাবটি ভেঙে যান। এরপরই একে একে কুয়োর ভিতর পড়তে থাকেন লোকজন। মুহুর্তের মধ্যে তৈরি হয় ভয়ঙ্কর পরিস্থিতি।