'পার্টি দুর্বল-জনসংযোগ আরও বাড়াতে হবে', মোদি স্তুতিতেই ভরসা দিলীপের

লোকসভার প্রস্তুতি চলছে, তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন, যে যে কমিউনিটি যে এলাকায় আমাদের পার্টি দুর্বল আছে সেখানে গিয়ে সাধারণ লোকের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে।

'পার্টি দুর্বল-জনসংযোগ আরও বাড়াতে হবে', মোদি স্তুতিতেই ভরসা দিলীপের

ট্রাইব টিভি ডিজিটাল: শিয়রে পঞ্চায়েত নির্বাচন। অতীতের স্মৃতি ঘেঁটে শিক্ষা নিতে এখন থেকেই আসরে নেমে পড়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি(BJP)। পঞ্চায়েত ভোটে বাংলার ময়দানে নিজেদের মাটি শক্ত রাখতে জোরকদমে চলছে প্রচার, নানা জনমুখী কর্মসূচি। এরই মধ্যে মঙ্গলবার দিল্লিতে শেষ হয়েছে BJP-র দু'দিনের কার্যনির্বাহী সমিতির বৈঠক। সেই বৈঠকে বিজেপি কর্মীদের উদ্দেশে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বুধবার সেই প্রসঙ্গ তুলে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখী হন বিজেপি'র রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ''লোকসভার প্রস্তুতি চলছে, তার জন্য প্রধানমন্ত্রী বলেছেন, যে যে কমিউনিটি যে এলাকায় আমাদের পার্টি দুর্বল আছে সেখানে গিয়ে সাধারণ লোকের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। এমনকি বুথ স্তর পর্যন্ত সে কাজ চলছে। মন্ত্রীরা লেগেছেন এবং সমস্ত নেতারাও লেগেছেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত প্রস্তুতি নিয়ে আমরা লেগেছি। আমরা যে মানুষের উপর দুর্নীতি হয়েছে, গরিব মানুষকে লুঠ করা হয়েছে, তাদের অধিকার কে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই নিয়ে আমরা আন্দোলন করছি। সারা পশ্চিমবাংলার মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এর ফলে তৃণমূলের নেতা মন্ত্রীরা বিক্ষোভের মুখে পড়ছেন। যারা এতদিন চুরি করে খাচ্ছিলেন ভাবছিলেন এরকম চলবে আজকে মানুষ চোখে চোখ রেখে কথা বলছেন। মন্ত্রীদের সামনে মানুষকে মার খেতে হচ্ছে। রাস্তা অবরোধ হচ্ছে। প্রত্যেকটি তৃণমূলের এমএলএ এমপি আজ বিক্ষোভের মুখে পড়ছেন। এটা পশ্চিমবাংলার আজকের পরিস্থিতি আর বিজেপি এটা করেছে, মানুষকে সাহস জুগিয়েছে।''

এছাড়াও তিনি যোশীমঠে ফাটল প্রসঙ্গ নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ''যোশীমঠ প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন রানীগঞ্জের অবস্থা ভয়ংকর দশ বছর ধরে আমরা কেন্দ্রের সাথে লড়াই করছি।'' সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''রানীগঞ্জ বা আসানসোল এলাকায় যে অবৈধ খনি সেটা বন্ধ করুন আগে। উনার লোকেরাই কয়লা কাটছে। ওখান থেকে উনার লোকেরাই পয়সা নিচ্ছে মানুষকে বিপদে আপনারা ফেলছেন আর কেন্দ্রকে দোষ দিচ্ছেন। পাহাড়ে যেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এর আগেও উত্তর কাশিতে ভূমিকম্পতে ভেঙ্গেছে তার কানেক্টর আছে হিমালয় সেটা দেখছেন। কিন্তু এখানে মানুষের তৈরি করা বিপদ অবৈধ খনি সেখান দিয়ে জল ঢুকেছে চারটে লাশ পাওয়া গেছে খনির মধ্যে। সেটা আপনি বন্ধ করতে পারবেন না। আপনার লোকেরা খনির মধ্যে ঢুকে কয়লা চুরি করবে লোককে বিপদে ফেলবে তার জন্য মোদীজি দায়ি নয়।''